বিজনেস আইডিয়া চাই
লিখেছেন লিখেছেন সোনালী সুদিন ১৬ আগস্ট, ২০১৫, ০৯:২২:০০ রাত
একটি মোবাইল মার্কেটে আমার একটা মিনিশপ আছে যেটাতে মোবাইল এক্সেসরিজ যেমনঃ চার্জার,হেড ফো্ন ব্যাটারী,কেচিং কভার,স্ক্রিন পেপার,মেমুরী,পেন ড্রাইভ সহ যাবতীয় মোবাইল সামগ্রী বিক্রি হয়।আমার সারা জীবনের সঞ্চয় আর দেনা করা কিছু টাকা সহ মোট ইনভেষ্ট প্রায় ১০ লাখের মতো। দোকানের এডভান্স আর ডেকুরেশন যার তিন ভাগের ২ ভাগ।দুঃখের বিষয় হলো এই দোকানের ভাড়া,সার্ভিস চার্য্য,বেতন খরচ মিটিয়ে মাসিক ৫০০০-৬০০০ হাজার টাকা আয় করা অনেক কঠিন হয়ে পরে।কোন মাসে খরচ মিটিয়ে প্রফিটে আসতে পারি না।আমি সেলস ম্যান কে বলে দিয়েছি কোন কাষ্টমারে সাথে জুলুম করবেনা।ন্যায্য দাম রাখবে।দোকানের পজিশন ভালো।সেলস ম্যান ছেলেটা অনেক ভালো আর চেষ্টাও করে, হিসাবেও বেশ পাকাপোক্ত কিন্তু ইনভেষ্ট অনুযায়ী প্রফিট মার্জিন বাড়াতে পারছি না।বেটার বিজনেস আইডিয়া থাকলে শেয়ার করলে কৃতজ্ঞ থাকবো।
বিষয়: বিবিধ
৩১৩৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটাই লাভজনক বিজনেস আইডিয়া দিতে পারি সেটা হইল আওয়ামি লিগ এ যোগ দেয়া!!
মন্তব্য করতে লগইন করুন