ইসলামী সম্ভাষণ

লিখেছেন লিখেছেন সোনালী সুদিন ০৫ মে, ২০১৫, ০৮:২১:৩৯ রাত

বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সন্মানিত গুণী টিচার ক্লাসে এসে যখন সকল ছাত্র-ছাত্রীকে সালাম দেন,অফিসের এমডি স্যার যখন পিয়নসহ সকল স্টাফকে সালাম দেন,রিক্সাআরোহী যখন রিক্সাওয়ালাকে সালাম দেন,মুচিকে যখন আপনি সালাম দেন,বাসের হেল্পারকে যখন সালাম দিয়ে মিষ্টি করে কথা বলেন,বড়রা যখন ছোটদের সালাম দেন,ডাক্তার যখন রোগীকে সালাম দেন,পুলিশ যখন জনগনকে সালাম দেন,আপনি যখন ড্রাইভার,দারোয়ান,সিকিউরিটি গার্ড আর অধিনস্তদের সালাম দেন তখন কেমন শান্তির পরিবেশ বিরাজ করে পরীক্ষামূলক ভাবে হলেও দেখতে পারেন।

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318329
০৫ মে ২০১৫ রাত ০৯:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
সালাম এর আসল উদ্দেশ্যই আমরা ভুলে গিয়েছি।
০৬ মে ২০১৫ সকাল ১১:৩৫
259657
সোনালী সুদিন লিখেছেন : সালামের পরিবর্তে হাই,হ্যালো,নাইস টু মিট ইউ এই টাইপের শব্দের অযাচিত ব্যবহার আমাদের সমাজে আমাদের ভাবিয়ে তুলছে।জি ঠিক বলেছেন সালাম এর আসল উদ্দেশ্যই আমরা ভুলে গিয়েছি।ধন্যবাদ ভাইয়া
318331
০৫ মে ২০১৫ রাত ০৯:২৬
আবু জারীর লিখেছেন : সম্মানবোধ বেড়ে যায়। আমি অনেক প্রমাণ পেয়েছি। ঢাকার বড় এক মাস্তানকে সালাম দিয়ে দিয়ে কঠিন ভাবে বশীভূত করেছিলাম সেই ৯০ এর দশকে।
ধন্যবাদ।
০৬ মে ২০১৫ সকাল ১১:৪০
259658
সোনালী সুদিন লিখেছেন : রাসূল সঃ এর সেই হাদিসটির কথা মনে পরে গেলো"যিনি আগে সালাম দেন তিনি সকল প্রকার অহংকার থেকে মুক্ত" জি ঠিক বলেছেন সন্মানবোধ বেড়ে যায় সেই সাথে শান্তিময় আবহাওয়া বিরাজ করে।ধন্যবাদ ভাইয়া
318387
০৬ মে ২০১৫ রাত ০৩:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সালাম দেয়াকে সাধারণত আমাদের দেশ সম্মানের চোখই দেখা হয়. ।
কিন্তু সালাম সম্মানের সাথে দোয়াও বটে...... সালামকে দোয়ার সৃষ্টিতে দেখলে মানুষের মাঝে ভেদাভেদ কমে আসবে। ধন্যবাদ।
০৬ মে ২০১৫ সকাল ১১:৪২
259659
সোনালী সুদিন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু।জি ঠিক বলেছেন ভাইয়া।ধন্যবাদ
318446
০৬ মে ২০১৫ দুপুর ০২:৩২
আফরা লিখেছেন : জী আপনার সাথে একমত ।
০৭ মে ২০১৫ দুপুর ১২:৫৬
259820
সোনালী সুদিন লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File