একজন প্রবিন আলী...

লিখেছেন লিখেছেন সোনালী সুদিন ২০ এপ্রিল, ২০১৩, ১১:৫৯:৩১ রাত

ভ্যান এলো।সাথে এলো ভ্যানের চালক প্রবিন আলী।ভোরের পাখিরা যেমন খাবারের সন্ধানে বের হয় তেমনি প্রবীন আলীও বের হয়েছেন জীবন ও জিবীকার তাগিতে।সকাল গরিয়ে দুপুর।প্রখর সুর্যের উত্তাপে তরতর করে ঘাম ঝরছে তার দেহ থেকে।বিশ্রাম নেবার সময় নেই।ভ্যানের চাকার মত পাল্লা দিয়ে চলছে প্রবিন আলীর সংশারের চাকাও।জীবন নামক সংগ্রামের এই কর্মব্যস্থ জিবনে প্রতিনিয়ত অবর্তিত হতে হয় কঠিন থেকে কঠিনতম সংগ্রামে।আজ এখানেত কাল ওখানে এভাবে কেটে যায় প্রবিন আলীর জীবন।আহামরি কোন বিলাসী জীবন নয় নিতান্ত খেয়ে পরে বেচে থাকতে পারলেই খুশি।দুবেলা দুমোঠো ভাত ছেলে মেয়েদের পাতে তুলে দেয়ার আনন্দই নিজের সেরা আনন্দ।নিজের সকল চাওয়া পাওয়ার হিসেব আজ স্থবির।তবুও তিনি সুখি কারন তিনি মনে করেন চুরি ছিনতাই,ঘুষ,দুর্নীতির টাকায় সুখ নেই।সুখ নিহিত নিজের পরিশ্রমের কষ্টা্রজিত হালাল উপার্জনে।

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File