এভাবে কি চলতে দেওয়া যায়? এটা না আমাদের সোনার বাংলা। এমন হলে আমরা কথায় যাব?
লিখেছেন লিখেছেন মাইর এর নাম বাবাজি ১০ মার্চ, ২০১৩, ০৩:০৫:০৬ রাত
আজকে আর লিখতে ইচ্ছে করছিল না,তার পর এক ভাই এর জন্য লিখছি,সাহাবুদ্দিন(সাবু)৩০ একজন মুরগি ব্যাবসায়ি ।তাকে যাত্রাভারী এলাকা থেকে শিবির সন্দেহে পুলিশ গ্রেফতার করে । অমানুষিক নির্রযাতন এর পরে তাকে শিবির বলে আর ছারেনি।এখন লোকটি জেল হাজতে আছে।কালকে আবার মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল হবে । আমি বুঝিনা কেউ যদি নামাজি আর দাড়ি রাখে তাদের কেন শিবির বলে চালিয়ে দিচ্ছে ? তাহলে কি এই দেশে নামাজ পড়া যাবে না? কেউ কি নবীর সুন্নাত দাড়ি রাখতে পারবে না? কেউ কি এর জবাব চাইবে না? এগুলো বললে আমি খারাপ হয়ে যাই সবার কাছে! আর আমার জাতির পিতার মেয় হাসিনা আপা বেশি বেশি করে পুলিশ পাঠায় আমাকে ধরতে? কিন্তু আমার লেখা বন্ধ হবে না। আমার বন্ধু মতিউর রহমান কেও এমন করে নিয়ে গেল আজ ৩২দিন হল তাকে শিবিলে প্রশাসন এর নামদারি লোকেরা গুম করে ফেলে। আমার ও অনেক সময় ভয় লাগে।কিন্তু যখন চিন্তা করি যে ,যারা ভয় পায় তারা কি মরে না? এর পর আবার লেখার শক্তি চলে আসে!! পুলিশ কে ধিক্কার জানাই সাথে আমার জাতির পিতার মেয়কেও!!!!! এর জন্য কমেন্টস আশা করতে পারি না?
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন