একটি মজার ঘটনা যা আমি সারা জীবনে ভুলব না::::

লিখেছেন লিখেছেন মাইর এর নাম বাবাজি ২৫ মে, ২০১৩, ০৬:৪৯:৩৯ সকাল

একটি মজার ঘটনা যা আমি সারা জীবনে ভুলব না:::একদিন টিপ টিপ ব্ষ্টিতে আমি আমার ফুপাত ভাই এমদাদ এবংআমাদের আরেক বন্ধু আলমগীর,আমরা গেলাম আমাদের বন্ধু লড়িংদের বাসায় গিয়ে দেখি লড়িং বাসায় নেই! ফিরে আশার সময় দেখি ওদের বাড়ির পেয়ারা গাছের সাথে বাধা একটি মূরগি,তো আমরা মুরগিটি নিয়ে চলে আসলাম আলমগীরদের বাসায়,রিতিমত জবাই করলাম এর পর কুটা কাটি শেষ রান্নার জন্য সব কিছু রেডি!! ওমা ওমনি চলে আসলো লড়িং"এসেই বলে তোরা কি করছিস,মুড়গি কাদের ওমনি আলমগির ওর মুখ চেপে বলে পাশের বাড়ির ওহ!!লড়িং বলে উঠল এই ভাবে রান্না করে নাকি দে আমি রাধি,আমাকে বলে তুই জানিস কাচা মড়িচ মাঝ থেকে কেটে দিতে হয়,আমি বল্লাম ওকে বাপ তুই রান্না কর,তবে মুড়ির দাম কিন্তু তোকে দিতে হবে,কারন আমরা অনেক কষ্ট করে চুরি করছি,বল্লো ঠিক আছে দিব ।খাওয়া শেষ করে বাসায় চলে গেলাম!!পরের দিন শুনি লড়িংয়ের মার মুরগি চুরি হয়েছে এবং সেটা আমরা করেছি এটাও লড়িং বলে দিছে!পরে বলে অনেক অভিষাপ দিচ্ছিল তাই বলে দিছি!!পরে গেলাম ওদের বাসায় লড়িংয়ের মা অনেক রেগে ছিল,এর মধে্য আমাদের বস লড়িংয়ের বাবা চলে আসল!! উনি সব শুনল তার পরে আমাদেরকে বুঝালেন,দেখ একদিন তোমাদের সকলকে হাসরের ময়দানে উঠাবে এবং লড়িংয়ের মার অভিযোগ থাকবে এর বিচার হবে!! আর তোমরা না ও করবে কিন্তু সেই দিন তোমাদের হাত কথা বলবে,চোখ ও সব বলে দিবে!!তার পর সেই মুরগি জীবিত হয়ে সব বলে দিবে!! আমি তাকে বল্লাম ওস্তাদ এখন তাহলে কি করব? উনি আমাদের বল্লেন আমি আছি না কিছুই হবে না যান কেমন করে?না, উনি বলে দিলেন হাশরের ময়দানে যখন মুরগি আর লড়িংয়ের মা আসবে তখন ঐখান থেকে মুরগিটাকে তোমরা ধরে লড়িংয়ের মা কে দিয়ে দিও! এই নাও তোমার মুরগি আমাদের আর খেতে হবে না বিচার শেষ !!!!!!!!!!!!!!!!!!!আসলে আমার ওস্তাদের মাথা প্রতি মাসে এমন হয়ে যায়!!(যাকে আমরা পাগল বলি) উনি একজন সরকারি চাকুরি জীবি ছিলেন(সচিব)

বিষয়: বিবিধ

১৯০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File