তারেক রহমানের গ্রেফতার নিয়ে বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী কি না ঘুমিয়ে সপ্ন দেখছে না ????
লিখেছেন লিখেছেন মাইর এর নাম বাবাজি ২৯ মে, ২০১৩, ০১:৪৩:২৫ দুপুর
তারেক রহমানের গ্রেফতার নিয়ে বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী কি না ঘুমিয়ে সপ্ন দেখছে না? তারেক রহমান এখন ইংল্যান্ডে রাজনীতি আশ্রয় নিয়ে বসবাস করছে সাথে সাথে চিকিৎসা!!তাকে বাংলাদেশে আনা তো দূরের কথা তার নাম ও নিতে পারবে না!!এটা ই ইউরোপ উনিয়নের আইন!!তারা জানে তাকে এদেশে ফিরিয়ে এনে তাকে হত্যা ও অমানুষিক নির্যাতন করা হবে! ইংল্যান্ডের মানবাধিকার সংস্থা বাংলাদেশের মত না যে বসে বসে আংগুল চুসবে আর হাসিনা আপার কথায় নাচবে!! তারা কোন দিন তারেক রহমানকে ইন্টাপলের হাতে তুলে দিবে না । এক তারেকের জন্য তারা তাদের আইন পরিবর্তন করবে না!! ইন্টারপোল নিজেই তাকে পাহাড়া দিবে যাতে তার কোন সমস্যা না হয়!! আর এই নিয়ে আওয়ামীলীগ নেতাদের নাচা নাচির শেষ নেই!! তবে আমার মনে হয় তারেক দেশে ফিরে আসবে তবে কারো গ্রেফতারি পরওয়ানাতে নয় নিজের ইচ্ছেতে!! যখন সে মনে করবে এই আওয়ামীদের কাছ থেকে সে নিরাপদ তখনি আসবে!! এটা আমার ধারনা! এর আগে যা কিছু সরকার করবে তা নিছক সপ্ন হয়ে থাকবে!!!!!!!!!!!!!!!!! পড়ে আপায় মাইর দিব আমাকে!!!!!!!
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন