আমি কেন জানি আমার সেই বন্ধুটিকে ভুলতে পারি না!!
লিখেছেন লিখেছেন মাইর এর নাম বাবাজি ২৫ মে, ২০১৩, ০৬:৩৯:২৫ সন্ধ্যা
আমার অনেক বন্ধু ছিল অনেকে মারা ও গেছে কিন্তু তাদের কথা অনেক কম মনে পরে!!আমি কেন জানি আমার সেই বন্ধুটিকে ভুলতে পারি না!! তার নাম ছিল: লড়িং::দিন রাত ২৪ ঘন্টা আমাদের সকল বন্ধুদের আড্ডার জায়গা ছিল তার ঘরে!অনেক জালাতন করতাম ওদের বাড়ির সবাই কে!কোন এক সময় খুনি, সন্ত্রাসীদের হাত থেকে বাচতে তার বাসায় আশ্রয় নিতাম ! সে তার বাবা মার এক মাত্র সন্তান ছিল!অডেল সম্পদের একা মালিক ছিল!সারা দিন হাসত মজা করতে অনেক ভাল লাগত তার,তার শরীরের ওজন বেশি ছিল প্রায় ৯০ কেজি তাই ফুটবল খেলায় দাড়িয়ে দাড়িয়ে খেলত তাকে কেউ কিছু বলতাম না!আমার ফুপাত ভাই এমদাদ তাকে প্রায় বলত,তুই ও আর ৬মাস পরে তোর বাবার মত পাগল হয়ে যাবি,আর লড়িং শুনত আর হাসত যা আমার চোখের সামনে এখন ছবির মত হয়ে চলে আসে! নিজের ব্যাস্ততা আর জীবনের প্রয়োজনে তার কাছ থেকে দূরে থাকা হত!তার একটা খারাপ অব্যাশ ছিল,সে যা কিছু আমাদের খেতে দেখত,থাপা দিয়ে ছিনিয়ে খেয়ে ফেলত আর একা একা হাসত!পরে বলত ছিনিয়ে খেতে নাকি ওর অনেক ভাল লাগত!!আমার যদি জ্বর হত সে এসে আমার ট্যাবলেট খেয়ে ফেলত,মাথা ব্যাথা হলেও তাই করত!!শুধু আমি না আমাদের সকল বন্ধুদের ওষুধ খেত! একদিন তার বাবার ওষুধ খেয়ে হাসপাতালে ও ছিল !প্রায় বলতাম লড়িং এমন করলে তুই মরে যাবি!কিন্তু কে কারটা শুনে! পরে একদিন শুনতে পেলাম সে সব ধরনের নেশা করত, তার পরে একদিন সে সত্যি সত্যি পাগল হয়ে গেল তার কিছু দিন পরে আবার সে ভাল হয়ে উঠে! তার সাথে তেমন দেখা হত না!তার মরার কিছু দিন আগে তাকে দেখেছি,আমি তাকে দেখে অবাক একি এতো মোটা হল কি করে?প্রায় ১০০কেজির উপরে হবে,তার ১৫দিন পরে শুনলাম সে ঘুমের মধ্যে মারা গেছে!!তার কথা মনে পরলে এখন আমার কান্না আসে!!যদি ও আমি অনেক ভর কষ্ট পেলেও কাদি না! আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন বেহেশতনসিব করে!!!!!!!!!!!!!!!!!!!
বিষয়: বিবিধ
১৫৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন