ঘুষ তবেকি ঘি?

লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ২৫ মে, ২০১৩, ০৬:৫৯:০৭ সন্ধ্যা

শুকর খেয়োনা মদ খেয়োনা

এগুলো হলো হারাম,

এর চেয়ে ঘুষ খাওয়াকি

সব চেয়ে বেশী আরাম?

ধর্ম বলে শুকর মদ

এগুলো শোনা যায়,

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে

ঘুষ নেয়া কি যায়?

হারাম হলো একই জিনিস

শুকর মদ ঘুষ বটে,

ঘুষ খেলে জাত যায় না,

শুকর খেলে সেটা রটে।

শুকর খাওয়া হলো অপরাধ

ঘুষ তবে হলো কি?

খাবার পাতে শুকর হারাম

ঘুষ তবেকি ঘি?

#

বিষয়: সাহিত্য

১১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File