যে ভাবে বাবার রাগ ভাঙ্গালাম
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১২ জুলাই, ২০১৪, ১২:৪৫:৪০ রাত
তারিখ ৯/৭ সকালে ফোন দিয়ে পারিবারিক সমস্যায় এক পর্যায়ে মেজাজ চরমে । শেষ-মেশ বাবার উপর রাগ ঝারলাম । এর আগে কখনো কোনদিন ফোনে বাবার সাথে দুর্ব্যবহার করিনি । আসলে বাবাকে কোথাও ছোট্র করতে চায়নি বলেই হইচই করেছি । জানি বৃদ্ধ বাবা আমার কথায় হইত রাগ করেছেন। আমি এও জানি বাবা আমাকে অনেক ভালবাসন । পরদিন সকালে বউ মেসেস দিয়ে কেমন আছি ভালমন্দ জিজ্ঞাসা করছে। ভাবলাম এবার সুযোগ এসেছে বাবার রাগ ভাঙ্গানোর !
না বউ বেশি ভাল না, রাত থেকে অনেক জ্বর। কথা বলতে চাইলে না বলি ,বলি গলায় ব্যথা পাই । সুস্থ হলে কথা বলব আর হা শুনো ,আম্মাকে আবার বলনা আমার জ্বর ।
বউ> কেন ? না মানে আম্মা শুনলে কান্না কাটি করবে । সারাদিন চলে গেলো সন্ধ্যায় বউ আবার মেসেস দিয়েছে কি অবস্থা ?
হুম কিছুটা আরাম লাগছে । শুনও। আম্মা কি শুনছে আমার জ্বর? না । ওহ! শুনো আম্মা জিজ্ঞাসা করলে বলবা আমার অসুখ ।
আজ ভোর থেকে ফোনের পর ফোন ।
বউ> মেসেস এই যে শুনছ ?
হুম । আব্বা কথা বলব । একটু পরে করি এখন ঘুমিয়ে আছি ।
বউ> আচ্ছা।
ঘণ্টা খানেক পরে বউকে ফোন দিলাম । হুম কেমন আছ?
বউ> আমরা ভাল তুমি কেমন আছ ?
হুম আজ ভাল আছি আব্বা কথা বলবে কি বেপার ?
বউ> সকালে আম্মা জিজ্ঞাসা করলো তুমি ফোন দিছিলা কিনা ? আমি বললাম ২ দিন যাবত জ্বর কথা বলতে পারেনা । আম্মা অস্থির বাবার কানে যাবার পরে বাবাও অস্থির । তাই কথা বলতে চেয়েছেন ।
দাও আব্বাকে ফোন দাও । আব্বা সালামু আলাইকুম কেমন আছেন বাবা ?
বাবা> হুম ভাল তোমার নাকি জ্বর ?
জি বাবা ২ দিন থেকে জ্বর বাবা আপনার সাথে খারাপ ব্যবহার করেছি আপনি মন খারাপ করেছেন ?
বাবা> হাসি মুখে , আরে না বাবা! ভাল হয়ে যাবা ইন্সেয়াল্লাহ। কোন টেনশন করবা না । ওষুধ পাতি ভাল করে খাও । অভিনয় করে বাবার রাগ ভাঙ্গালাম । আমার বাবার জন্য সবাই দোয়া করবেন ।
বিষয়: বিবিধ
১৪৮৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন