ছড়া ( পাএী চাই )
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২১ মে, ২০১৩, ০২:২৭:২৭ দুপুর

অনেক অজানা হবে জানা
বিয়েটিয়া করব কিনা
বিয়ার পরে ঝুটঝামেলার
কি আছে প্রয়োজন !
তবু যেন মানছেনা না মন
শেষের পথে সব আয়োজন
কি করি উপায় !
ধুর ,যা হবার তা হবে
বিয়া করব আগে
কয়জনে আজ সত্য বলে
মজা লয় সব তলে তলে
সোনা দানার দাম যে এখন
বিয়া না করলে করব কখন
বউকে আমি বাসব ভাল
হয় যদি বউ একটু কালো ।
@
এমন একটা বউ চাই
যারে দেখতে সুন্দর
এমন একটা বউ চাই
যার সাদা অন্তর
যার ঠোটেঁ সদাই হাসি
যার রঙিন দুটি আঁখি
চাই চাই এমন বউ চাই
বল এমন বউ কোথায় পাই
বিয়ের বয়স হয়েছে ,পাড়ার লোকে বলেছে
তবু আমি বিয়া করি নাই ।
হৃদয় আমার শূন্য, সেই মেয়েটির জন্য
যে আমাকে ভালবেসে সুখি হতে চায় ।
বিষয়: বিবিধ
৬৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন