ইন্দিরা আর প্রণব দিয়ে যায়না রাখা ক্ষমতা
লিখেছেন লিখেছেন রক্তলাল ২১ মে, ২০১৩, ০২:২০:৪৮ দুপুর
এরেস্ট, রিমান্ড, গুলি, গুম আর পাশবিক সব নির্যাতন,
এসব দিয়ে ছক করছ পাতানোর এক নির্বাচন?
বাকশালীয় কালো পথে রুখতে চাচ্ছ গণরোষ,
নিজেই তুমি পিশাচ হয়ে নন্দঘোষের যত দোষ?
প্রণব চালে যাও ঘটিয়ে একের পর এক অঘটন,
পাখির মত মারছ তুমি তোমার দেশের জনগণ।
এসব করে থাকতে পারলে গাদ্দাফী আজ মরতনা,
মোবারকের পরিণতিও এমন নিঠুর হতনা।
একক নেতার এক দেশ, ফের, এক রাতেই শেষ হল সব,
একাত্তরের বীর জনতা, পচাত্তরেই রয় নীরব ।
ইন্দিরা আর প্রণব দিয়ে যায়না রাখা ক্ষমতা,
হাসিনারও জানতে হবেই, মূল ঠিকানা জনতা!
বিষয়: বিবিধ
১২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন