ধিক...।

লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৮ মে, ২০১৩, ০৬:০২:১৮ সন্ধ্যা

বাংলাদেশের জনতা

ধিক তোমাদের ধিক,

তোমাদের ভোটেই মানুষখেকো আজ

কমিন আওয়ামীলীগ।

ছাগল-পাগল মাতালেরা

বসে মন্ত্রীর আসনে,

খুন-খারাপি ছিনতাই আর

ব্যস্ত দুষ্টের লালনে।

সৎ জনেরা গদি ছেড়ে

পালিয়ে বেড়ায় দেশ-বিদেশ,

অসতেরা শীর্ষচূড়ায়

পরিতাপের নাইতো শেষ।

কামার-কুমোর-জেলে-চাষা

শত খেটেও পায় না ভাত,

সরকারি টাকায় এমপিরা

গণিকায় করে বাসর রাত ॥

বিষয়: বিবিধ

১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File