বাংলাদেশের অহংকার,গৌরবময় ছাত্রলীগের কৃতিত্ব!

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ২৮ মে, ২০১৩, ০৬:০৭:৪৩ সন্ধ্যা

বাংলাদেশের ঐতিয্যবাহি ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তথা মাননিয় প্রধানমন্ত্রীর সোনার ছেলে নামে খ্যাত, বাংলাদেশ ছাত্রলীগের এক এক কর্মকান্ডে জাতি আজ দিশেহারা হয়ে পড়েছে।

সু-শিক্ষা না পেলে যা হওয়ার তাই হচ্ছে।তার পরও সরকার এই সোনার ছেলেদের দিয়েই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা অন্যায় নয় কিন্তু ডিজিটাল সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ তথা সৎ ও যোগ্য লোক দিয়েই তা সম্ভব।

তাই যোগ্যতা সম্পন্ন সোনার মানুষ তৈরী করতেই হবে, সে সোনার মানুষ তৈরীর ফেক্টরি আওয়ামীলীগে নেই। তাদের যে ফেক্টরী তাতে চোরই তৈরী হচ্ছে। চট্টগ্রাম এর চকবাজারে এক মহিলার মোবাইল ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে ছাত্রলীগ

নেতা অভি কায়সার।

সে নাকি চট্টগ্রাম মেডিকেল এর... ছাত্রলীগ নেতা! সাজা স্বরূপ জনতার হাতে গণ পিটুনি। এর কয়েক দিন আগে সেই একই চকবাজারে হোটেল এ

বিল না দিয়ে ফাও খেতে গিয়ে কর্মচারীর

হাতে উত্তম- মধ্যম খায় ছাত্রলীগ নেতা বিজয় সাহা।

সেও নাকি চট্টগ্রাম মেডিকেল এর ছাত্রলীগ নেতা।

গতকাল ছাত্রী অপহরণের

দায়ে ধরা পড়লো ছাত্রলীগ নেতা সাগর।

* সারাদেশে চুরি-ডাকাতি কারা করে?

তারা ছাত্রলীগ!

* সারাদেশে প্রকাশ্যে ধর্ষণ কারা করে?

তারা ছাত্রলীগ!

* সারাদেশে শিক্ষক পিটাই কারা? তারা ছাত্রলীগ!

*

সারাদেশে টেন্ডারবাজি এবং চাদাবাজি কারা করে?

তারা ছাত্রলীগ!

* সারাদেশে খুন-খারাবি কারা করে?

তারা ছাত্রলীগ!

হায়! সবই তো দেখতেছি মাননিয় প্রধানমন্ত্রী বুবুজানের তথাকথিত সোনার ছেলে!!!

এই সোনার ছেলেদের এই সব কাজ কর্ম দেখে শয়তান

ভাবতেছে, আমার আর বাংলাদেশে থাকার দরকার নেই।

সোনার ছেলেরাই যথেষ্ট!!!

একটাদেশ এভাবে কি চলতে পারেনা? প্রশাসনের চোখের সামনে, পুলিশের চোখের সামনে প্রকাশ্য অন্যায় করে যাবে,সরকার দলীয় লোক হওয়ার কারনে তাদের কোন অপরাধ নেই।

তাহলে আইনের শাসন কি করে আশাকরা যেতে পারে। একটা অন্যায়কে প্রতিষ্টা করতে গিয়ে, শত অন্যায়ের আশ্রয় নিতে হচ্ছে। হে আল্লাহ এই জাতিকে রক্ষা করুন।

বিষয়: বিবিধ

১৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File