মুক্তিযুদ্ধে শহীদদের প্রকৃত সংখ্যা
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৭ জানুয়ারি, ২০১৬, ০৭:২৬:১০ সন্ধ্যা
বর্তমান বাংলাদেশ যে ভূখণ্ডের নাম তারইয় স্বাধীনতার ইতিহাস বড়ই জটিল ।এই উপমহাদেশ এক সময় বৃটিশ শাসনের অধীন ছিল।বৃটিশরা এদেশকে নানা ভাবে শোষণ করেছিল| কিন্তু রবীন্দ্রনাথের মতো ততকালীন বুদ্ধিজীবী বৃটিশদের তোষামোদ করে সাহিত্য রচনা করে নোবেল জিতেছিলেন|
সাতচল্লিশে ভারত ভাগ হয়ে পাকিস্তান রাষ্ট্রে জন্ম হলে উপমহাদেশের মুসলিম জনগণ যে আশার আলো দেখতে পায় পাকি ক্ষমতাসীন দের ভুলে সে আলো অচিরেই নিভে যায় | বাংলাদেশে নামক ভুখন্ড ভারত দ্বারা তিনদিকে ঘেরা থাকায় এখানকার মুসলমানরা নানা ষড়যন্ত্রের শিকার হয় | ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি এদেশের নাস্তিক. ইসলাম বিদ্বেষী কথিত বুদ্ধিজীবীদের "মুক্তিযুদ্ধের চেতনা " নামক নেশাদ্রব্য পান করাতে থাকে |অপর দিকে পাকিরাও হিন্দুত্ববাদের চক্রান্ত থেকে মুসলমানদের রক্ষার পরিকল্পনা না নিয়ে ভুল পন্থা অবলম্বন করে হিন্দুত্ববাদের স্বপ্নকে সহজ করে দেয়।
একাত্তরের যুদ্ধে এই ভূখণ্ডের কতজন মানুষ হত্যার শিকার হয়েছে তার কোন যৌক্তিক তদন্ত আজ অবধি কেউ করেনি | কথিত স্বাধীনতার গর্বে গর্বিত জাতির উচিত ছিল তার প্রত্যেক শহীদ সন্তানের নাম ইতিহাসের পাতায় সোনার হরফে খোদাই করে রাখা |কিন্তু শহীদদের রক্ত নিয়ে ঘৃণ্য রাজনৈতিক ব্যবসা করার জন্যই দায়িত্বশীল রাজনীতিকরা সেটা করেনি| মুক্তিযুদ্ধের অহংকার কে ইচ্ছে করেই কলঙ্কিত করা হয়েছে |
বিষয়: বিবিধ
৭৪৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন