কারিগরি শিক্ষায় আরও ১০ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ জানুয়ারি, ২০১৬, ০৬:৫৩:১১ সন্ধ্যা

বাংলাদেশের কারিগরি শিক্ষার গুণগত মান বাড়াতে চলমান ‘স্কিলস অ্যান্ড ট্রেইনিং এনহ্যান্সমেন্ট’-এসটিইপি প্রকল্পে নতুন করে আরও ১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সুদে ৩৮ বছরে ঋণ পরিশোধ করতে হবে। কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে প্রশিক্ষণের মানোন্নয়ন, ডিপ্লোমা ও স্বল্প-মেয়াদি প্রশিক্ষণগুলো কর্মবাজারের উপযোগী করা এবং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়তে কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ২০১০ সালে এসটিইপি প্রকল্প শুরু করে বাংলাদেশ সরকার। প্রকল্পটি ২০১৬ সালে শেষ হবে। তবে বিশ্ব ব্যাংক নতুন করে ঋণ সহায়তা দেওয়ায় এখন ২০১৯ সাল পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হবে। প্রকল্পটি বাংলাদেশের জন্য অনেক বেশি উপযোগী বলে বিশ্ব ব্যাংকের এমন সহযোগিতায় কারিগরি প্রশিক্ষণে এগিয়ে যাবে বাংলাদেশ।

বিষয়: বিবিধ

৯৫৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357818
২৭ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০৬
অনেক পথ বাকি লিখেছেন : Rose Rose Rose
357863
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০২:২৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই দশকোটি ডলারের ২৫% যদি যথাযথ ভাবে ব্যবহৃত হতো, তাহলে দেশ তথা জাতি হয়তো বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেত। দেখা যাক কতটুকু হয়, ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File