ক্রিকেট মানে ঝিঁঝিঁপোকা
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৭ জানুয়ারি, ২০১৬, ০৭:৪২:৩১ সন্ধ্যা
ঝিঁঝিঁপোকা খাচ্ছে দেখো এক্কা-দোক্কা
গপাগপ খাচ্ছে গিলে ফুল-টোক্কা,
ঝিঁঝিঁপোকা ফেলেছে গিলে হা-ডুডু
হাঁ হয়ে দেখছি খেলো সাপ-লুডু!
ঝিঁঝিঁপোকা খেলো সাধের ইচিংবিচিং
বৌচি, ভো-ভো-কানামাছি তাও মিসিং,
ঝিঁঝিঁপোকা চিবিয়ে খেলো ডাং-গুলি
দাঁড়িয়াবান্দা, বরফ-পানি সবগুলি---
ঝিঁঝিঁপোকার পেটে গেলো সাত-চারা
টিলো-স্প্রেস, নইনই ভিটেমাটিছাড়া,
ঝিঁঝিঁপোকা করলো হজম লাটিম-ঘুড়ি
মোরগ-লড়াই তাও ভুলেছি, থুক্কু-থুড়ি!
ঝিঁঝিঁপোকা বলছি যাকে সে তো ক্রিকেট
গুঁবড়েপোকা, হদ্দবোকা কিনবো টিকেট!
বিষয়: বিবিধ
৯৮৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন