জীবন যাপন অনেক কঠিন ,বৈধ পথে যেমন অবৈধ পথেও তেমনই শুধু মাত্র টিকিট প্রাপ্তরা ব্যাতিত...........

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৭ জানুয়ারি, ২০১৬, ১০:১৯:৫৫ রাত



দুই কাম যদি করতে পারেন তবে জীবন যাপন সাময়িক সহজ হবে কিন্তু কতক্ষন সহজ থাকবে সেটা বলা যাচ্ছেনা ।

প্রথমনত অবৈধকে বৈধ বলতে হবে , নাযাজেকে যায়েজ বলতে হবে , মিথ্যাকে সত্য বলতে হবে এমনতরো যত বৈধ কাজ আছে সেটার বিপরিত বলতে পারলে আপনি টিকিট পাবেন এবং কঠিন জীবন যাপন থেকে সাময়িক সময়ের জন্য মুক্তি পাবেন।

হা তাতেও কিন্তু কিছুটা সন্দেহ থেকেই যায় যদি আপনি ঐ ছেলেকে নেতা হিসেবে না মানতে পারেন যার মায়ের বিয়ের সময় আপনি বরযাত্রি গিয়াছিলেন। তাকে নেতা না মানলে বা না মানতে পারলে কিন্তু আপনি যত খারাপ কাজ করেন আর যতই ঘৃনিত কাজ করেন না কেন আপনার জীবন নাস হওয়ার সম্ভাবনা থেকেই যাবে।

দ্বীতিয়ত আপনাকে মুক্তিযোদ্ধা হতে হবে। ভাবছেন মুক্তি যোদ্ধা হব কি করে আমার জন্মইতো মুক্তিযুদ্ধের পরে !!

আশ্চার্য হওয়ার কোন দরকার নাই আপনি যদি আওয়ামিলীগের সদস্য হতে পারেন তবে আপনি মুক্তিযোদ্ধাতো হবেনই আর তা না হতে পারলেও রাজাকার বা অন্যকোন বদআছরের গালির থেকে অনায়াসে বেচে যাবেন । পুলিশের চাকুরী না করেও পুলিশের ভুমিকা রাখতে পারবেন বিরোধী দলের লোকদেরকে গ্রেফতারের ক্ষমতাপ্রাপ্ত হবেন কিছু কালের জন্য তবে সেই কালটাও বলা যা্চ্ছেনা কতক্ষন স্থায়ী হবে।

এখানেও আপনাকে আগের নেতাকে মানতে হবে কারন সে বড় বেয়াদপ মুরুব্বিদেরকে অপমান করে দাপিটুপি আলাদেরকে কটাক্ষ করে ইসলামকে হেও করে , যদি সেটা মানতে পারেন তবে আপনার জীবন যাপনও সহজ হবে ক্ষন কালের জন্য । যদি এর ব্যাতিক্রম হয় শ্বশানেও নিয়ে ওরা আপনার শরীরকে ভশ্ম করে দিবে।

আসুন জীবকে সহজ করারা জন্য জনমত তৈরী করি মনোবল চাংগা করি আর বাতিলকে নিপাত করার জন্য ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদের সবাইকে এই ছামিয়ানার তবে আসার তওফিক দিক

আমিন

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357841
২৮ জানুয়ারি ২০১৬ রাত ১২:০২
২৮ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৫
296936
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন তবে জলতে হবে আরো
357856
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০১:৩০
শেখের পোলা লিখেছেন : আমিন৷ "দুনিয়া মুমিনদের জন্য জেল খানা আর কাফেরদের জন্য স্বর্গ৷"জেলখানাই পছন্দ৷ তবে বাতিলে পক্ষে কখনই নয়৷ধন্যবাদ৷
২৮ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৬
296937
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বাতিল অবশ্বই পরাজিত হবে তবে আমাদেরকে সেই ধৈর্যর পরিচয় দিতে হবে
আপনাকে ধন্যবাদ
357860
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০২:১৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খুব খুব দুঃখজনক, জানিনা সত্যের বিজয় কবে হবে। তবে সত্যের বিজয় হবেই হবে এটা নিশ্চিত। ধন্য ধন্যবাদ আপনাকে
২৮ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৭
296938
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ইনশাআল্লাহ বিজয় হবেই হবে আর বাতিল দুনিয়াতে লান্চিত ও অপমানিত হয়ে কেয়ামতে ও কঠিন শাস্তির মুখোমুখি হবে
আপনাকেও অনেক ধন্যবাদ
357899
২৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম। আরো লিখুন। ধন্যবাদ।
২৮ জানুয়ারি ২০১৬ রাত ০৮:১৮
296975
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওয়ালাইকুমসালাম
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File