বক্ষে আমার অগ্নিগিরি
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৯ জানুয়ারি, ২০১৬, ০৯:২০:২৩ রাত
বক্ষে আমার অগ্নিগিরির
লাভার পাহাড় জ্বলে
দুচোখ জুড়ে সাগর সমান
অশ্রু টলমলে |
কাড়ল যারা আজকে আমার
সকল স্বাধীনতা
তাদের তরে লিখে রাখি
মনের যত কথা |
ফেরাউনের শাসন যারা
করছে দেশে জারি
সময় হলে পড়বে গলে
অভিশাপের দড়ি |
বিষয়: সাহিত্য
১০৯৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন