নেত্রকোনায় মহিলাদের ইজতেমা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৯ জানুয়ারি, ২০১৬, ১১:১০:০৭ রাত



বিশ্ব ইজতেমার সঙ্গে তাল মিলিয়ে ৩৫ বছর যাবত্ নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের পূর্ব নন্দীপুর গ্রামে মহিলাদের নিয়ে ধর্মীয় আলোচনা, জিকির আসকার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। উপজেলার পূর্ব নন্দীপুর গ্রামের মৃত ইসমত আলীর স্ত্রী তারা বানু নিজ বাড়িতে তিন দিনব্যাপী এ ওয়াজ মাহফিলের আয়োজন করে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার মাহফিল শুরু হয়ে শেষ হয় রবিবার।



ওয়াজ মাহফিলে বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শত শত মহিলা অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত মহিলাদের উদ্দেশে আম বয়ানের পাশাপাশি ধর্মীয় বিধি মোতাবেক জীবন পরিচালনার উপর বক্তব্য রাখা হয়।

বক্তব্য রাখেন হাসমুন্নাহার, খাদিজা আক্তার, সুভা আক্তার, বিলকিস আক্তার, হাজেরা আক্তার খাতুন, রোমেলা আক্তার খাতুন, মিনা আক্তার, হাজেরা আক্তার প্রমুখ। পরে মুসলিম উম্মাহ ও শান্তি কামনা করে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের সঙ্গে মহিলারা মোনাজাতে অংশগ্রহণ করেন।

http://www.ittefaq.com.bd/print-edition/country/2016/01/19/96482.html

বিষয়: বিবিধ

১৩৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357262
১৯ জানুয়ারি ২০১৬ রাত ১১:২৩
357268
২০ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৫৮
মনসুর আহামেদ লিখেছেন :

বিশ্বের প্রথম মহিলা মসজিদ ইন আমেরিকা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File