সহিহ আকিদা (১ম পর্ব)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৯ জানুয়ারি, ২০১৬, ০৯:০৯:৫৬ রাত
সহিহ আকিদা! ঢাকায় স্থায়ী ও শিক্ষাগত যোগ্যতা যা চাওয়া হয়েছে, তাতে বুঝা যায় ধনী লোক পাওয়াটাই আসল চাহিদা। এইটা ইসলাম নয়। এইটা সেক্স ট্রেড এবং কার্যত নারীদের যৌনদাসীতে পরিণত করা হয়। এই সত্য আড়াল করতেই
সহিহ আকিদার কথা বলা হয়েছে। যদি সময়টা এখন নবীজীর আমল হতো তাহলে বড় বড় সাহাবীরাও সহীহ আকিদার শর্ত পূরণ করতে পারতেন না এবং তারা এমন দ্বীনদার নারী বিয়ে করার যোগ্য বিবেচিত হতেন না।
সহিহ আকিদার লোকদের পাত্র চাওয়ার ধরণ বা বিজ্ঞাপনের নমুনা
সাবলাইন ইসলামিক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত,
দেশের খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে এম.ফার্মা সম্পন্নকারীনী
দ্বীনদার পাত্রীর জন্য সহীহ আকীদার দ্বীনদার পাত্র চাই।
নুরি ইসলামিক ম্যারেজ মিডিয়া
স্বহীহ আকীদা সম্পন্ন পাত্র-পাত্রী সন্ধান কেন্দ্র
পাত্রী,
> দ্বীনদার, সহীহ আকীদার অনুসারী
> পর্দানশীলা, নিকাব করেন
> গায়ের রং ফর্সা
> বয়সঃ ২৫ বৎসর
> উচ্চতাঃ ৫ফিট ৩.৫ ইঞ্চি
> ঢাকার স্থায়ী বাসিন্দা
> জন্মস্থানঃ ঢাকা
> শিক্ষাগতঃ বি.এ [অধ্যয়নরত], ইসলামিক সাবলাইন ইউনিভারসিটি
এম. ফার্মা, বি.ফার্মা (ঢাকা)
যেমন পাত্র খুজছেন,
> দ্বীনদার, সহীহ আকীদার অনুসারী
> বয়সঃ ২৭ থেকে ৩৩
> উচ্চতাঃ ৫'-৬" +
> ঢাকায় স্থায়ী হতে হবে।
> শিক্ষাগত যোগ্যতাঃ অনার্স/মাস্টার্স
> পেশাঃ ডাক্তার/ইঞ্জিনিয়ার/শিক্ষক/হালাল চাকুরী/ব্যবসা
.
আগ্রহীগণ যোগাযোগ করুন,
নুরী ইসলামিক ম্যারেজ মিডিয়া
খান-ম্যানশন, গ--------, শাহ… বাসস্ট্যান্ড, …. গুলশান, ঢাকা …..
মোবাইলঃ 01727-০০---, 01817-০০…/./
বায়োডাটা পাঠাতে বা যোগাযোগ করতে পারেন ইমেইলে,
এবার দেখি এই বিষয়টা নিয়ে সাধারণ লোকরা ফেসবুকে কী ভাবছেন :
১. ডাক্তার ইঞ্জিনিয়ারকে কিন্তু হালাল চাকরী ধরেই নিছে!! এগুলা না হলে অন্য হালাল চাকরী!!
২.এই ম্যারেজ মিডিয়া সালাফিরা খুলেছে। গুলশানে এদের অফিসও আছে মেবি।
৩.জামায়াতে ইসলাম যেমন এদেশে নানান প্রতিষ্ঠান ইত্যাদি করে ফুলেফেঁপে জেঁকে বসেছে, এবার কট্টর ওহাবী সালাফিরা অনুরূপ পন্থায় "নিজস্ব সবকিছু" গড়ে তুলছে। Islamic ……….University-ও তাদেরই। আমার ধারণা ধর্মীয় ময়দানে খুব শীঘ্রই Soft Wahabism এর জামায়াত/শিবিরের বিপরীতে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যাবে এই Hardliner Wahabist লোকেরা।
৪.এরা অনেক স্মার্ট। বিপরীতে শিবির অনেক পিছিয়ে পড়া, এবং দিনদিন আনস্মার্ট অনুগত ভৃত্যের দলে পরিণত হচ্ছে। শিবিরের যে মূল টার্গেট, সেই ছাত্রসমাজকে এসব কট্টর ওহাবীরা সহজে 'শিকার' করে ফেলবে, ফেলছে।
উপসংহার :
বাংলাদেশের সাধারণ মুসলিমদের জন্য জামায়াত-শিবিরের চেয়েও চরম ক্ষতিকর ও শক্তিশালী সম্প্রদায় হলো সহিহ আকিদার অনুসারী পরিচয় দানকারী আহলে হাদিস সম্প্রদায় বা ওহাবী সম্প্রদায় । তাদের অশুভ তৎপড়তা সমাজের প্রতিটা স্তরে স্তরে পৌছে যাচ্ছে । জামায়াত-শিবির নিষিদ্ধ হলে জামায়াত-শিবিরের স্হান এই অশুভ শক্তি দখল করবে । এব্যাপারে সাধারণ মুসলিমদের সচেতন হওয়ার জন্য বিনীত অনুরোদ জানাচ্ছি । অন্যথায় এরা আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশকে সৌদি আরবের মতো আর ইরাক ও সিরিয়ার আইসিস সন্ত্রাসীদের মতো কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মান্ধ দেশে প্ররিণত করবে । এরা ম্যারেজ মিডিয়া, ব্যবসা প্রতিষ্ঠান, আহলে হাদিস জামে মসজিদ নামক উপাসনালয়, অনলাইন বিশ্ববিদ্যালয়, .... ইত্যাদি অসংখ্য প্রতিষ্ঠানের ছত্রছায়ায় মুসলিম সমাজে অশুভ তৎপড়তা চালিয়ে যাচ্ছে ।
বিষয়: বিবিধ
২১১৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Jammat.
মন্তব্য করতে লগইন করুন