Skull Skullইয়াবার থাবা.... Pig Pig

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৯ জানুয়ারি, ২০১৬, ০৯:০৪:১১ রাত



অবর্ণনীয় সৌন্দর্য সুনসান নীরবতা শান্তির হাতছানি

মাঝে মাঝে ওপারের হায়েনাদের রক্তচক্ষু রাঙানি

দিগন্ত জুড়ে আকাশ, সেন্টমার্টিন, জমিন চিরে নাফ নদ

তারা যে ভালো মানুষের বেশ ধারী শয়তান বদ।

উদ্দাম তারুণ্য এই সময়ে গড়বে কাঙ্খিত সুন্দর জীবন

নিরবচ্ছিন্নভাবে জ্ঞান সাধনা, এই তো তাদের পণ।

গ্রাসি নিদারুণ ভয়ঙ্কর বিনাশী চক্র ওঁৎ পেতেছে

নেশায় ভুত অশুভ লুটেরার দল, দস্যুতায় মেতেছে


ছাপ্পান্ন হাজার সীমানা ব্যাপী ছড়িয়ে আছে কালো থাবা

আসছে স্রোতের মতো সুনিপুণ লাল মাটি ইয়াবা

বিধ্বংসী নেশার উচ্ছৃংখলতার কবলে অজস্র যৌবন

এমন কি আছে তরুন-তরুনীদের সর্বস্ব আত্মসমর্পণ?

বিশাল সাম্রাজ্যের অধিপতি যেন সাক্ষাত হিংস্র বলদ

যে কোনো শক্তি গলদগর্ম, করতে তার অগ্রযাত্রারোধ?

কাউকে সে রাখে না আস্ত, যদি কথার হয় নড়চড়

বাজপাখির চেয়েও তাদের তীক্ষ্ম দৃষ্টি ইয়াবার উপর।


লাল দানার চালানে থাকে সদা ক্ষিপ্র সিদ্ধহস্ত

সাধু সাধু নাম জপে, প্রতিপক্ষ থাকে ভীতসন্ত্রস্ত,

মরণ নেশার ছোবলে আস্ত নেই, সমাজ-সংসার

উচ্ছন্নে যাচ্ছে প্রিয় সন্তানেরা, দীপ্ত জীবন ছারখার।

তাদের দাপট, হিংস্রতা দানবতা, আতঙ্ক হয়না মাথা নত

হাড়ে হাড়ে বদমাইশ, রুখতে পারে না, কোন পারিষদ!

এ কেমন নীতি বজ্রআটুঁনি, ফস্কা গেরোর মতন

চলছে আলো-আধাঁরিতে লীলা-খেলার সর্ব আয়োজন?


লৌহ ইস্পাতে এখনি যদি লাগাম টেনে না হয়, ধরা

তীব্র গতিতে বাণ মারবে লোভী চক্রান্তকারীরা

সাময়িক লাভের লক্ষ্য যদি উপভোগ জীবন-যৌবনের

এমনি দিন আসবে, লাগবে সেই আগুন ঘরে নিজের,

যাদের প্রতি দায়িত্ব ন্যস্ত স্মাগলিং রোধ করার

তাদের প্রতি পুরোপুরি জনতার সংকট আস্থার!

দেশপ্রেমের মন্ত্রে উঠো জেগে নির্বিশেষে সবাই

নয়তো শয়তানের বদ থেকে কারো নিস্তার নাই!


=====



বিষয়: সাহিত্য

১১২৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357251
১৯ জানুয়ারি ২০১৬ রাত ১০:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইয়াবা হচ্ছে এখন জাতিয় খাদ্য!!
২০ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৭
296503
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সেন্ট পারসেন্ট রাইট। ধন্যবাদ।
357266
২০ জানুয়ারি ২০১৬ রাত ০৪:৪৮
শেখের পোলা লিখেছেন :
রক্ষক যবে হয় ভক্ষক রক্ষা হবে কেমন করে,
নীতির মুখোশে চলে দুর্নীতি সমগ্র দেশটি জুড়ে৷
চাইনাপ্রজন্ম,চাইনা দেশ,চাই শুধু অঢেল টাকা,
যত হম্বি তম্বি শত দেশপ্রেম সকলই কেবল ফাঁকা৷
২০ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৮
296504
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ! অনেক ধন্যবাদ...
357802
২৭ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০২
296883
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File