আসুন জেনে নিই গণহত্যার সংজ্ঞা- — Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, Article II
লিখেছেন লিখেছেন ডিজিটাল চুলকানি ০৩ মার্চ, ২০১৩, ০৭:২০:৩৩ সন্ধ্যা
আসুন জেনে নিই গণহত্যার সংজ্ঞা
— Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, Article II
...Any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group, as such:
( নিম্নলিখিত পুরো বা অংশ, একটি জাতীয়, জাতিগত, জাতিগত অথবা ধর্মীয় গোষ্ঠীর ওপর আঘাত অথবা প্রতিহত অথবা হত্যা)
(a) Killing members of the group; (কোন গ্রুপের কোন সদস্যকে হত্যা) যেটা এখন পুলিশ করছে
(b) Causing serious bodily or mental harm to members of the group;
(কোন গ্রুপের কোন সদস্যকে শারীরিক বা মানসিকভাবে অত্যাচার/ নাজেহাল ইত্যাদি) পুলিশ সেই দল বা গ্রুপের সদস্যদের মানসিকভাবে বিপর্যস্ত করার জন্যে কাধে বা বুকে বন্ধুক ঠেকিয়ে গুলি করছে।
(c) Deliberately inflicting on the group conditions of life calculated to bring about its physical destruction in whole or in part;
(ইচ্ছাকৃতভাবে কোন গ্রুপের সদস্যকে হত্যা অথবা আহত করা) বর্তমানে পুলিশের গুলি নিশ্চয়ই অনিছ্চাকৃত নয়?
(d) Imposing measures intended to prevent births within the group;
(জন্ম নিয়ন্ত্রণ এ বাধ্য করা) এখন পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য দেয়ার প্রয়োজন মনে করি না।
(e) Forcibly transferring children of the group to another group
(বলপূর্বক অথবা মানসিকভাবে চাপ প্রয়োগ করে নিজ দল অথবা গোত্র অথবা সমাজ পরিবর্তনে বাধ্য করা) যেটা ইমরান এইচ সরকার আর আমীলীগ সরকার করতে চাইছে সব জামাতীদের দলে দলে আমীলীগে যোগদান করত তাদের সকল প্রতিষ্ঠান ধ্বংসের স্লোগান
— Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, Article II
বিষয়: রাজনীতি
১২৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন