Violence is the Problem, NOT the Solution
লিখেছেন লিখেছেন ডিজিটাল চুলকানি ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৩২:২১ দুপুর
আগামীকাল কথিত দেইল্যা রাজাকারের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে বিচারের রায় ঘোষিত হবে। বিচারক বৃন্দ ফাসির রায় দেয়ার জন্যে শাহবাগের চাপে রয়েছে, অপরদিকে পুলিশ মরিয়া যাকে তাকে জামাত বলে গুলি চালাচ্ছে অপরদিকে, অপরদিকে জামায়াত ইসলামী হরতাল ঘোষণা করছে চারিদেকে শুধু সংঘাতের পদধ্বনি শুনতে পাচ্ছি। এর ফলাফল কি হবে তা জানিনে........
তবে বর্তমান সরকার-যে একটি চরম রাজনৈতিক ফায়দা আদায় করতে সমর্থ হয়েছে শাহবাগ আন্দোলনের মাধ্যমে তা সবারই বোধগম্য। আজ টেলিভিশনে দুর্নিতীর কথা প্রচারিত হয়না, পদ্মা সেতুর ঋণ বাতিলের খবর পা্ওয়া যায়না।
কালকে একটু ক্যালকুলেশন করলাম দেখলাম তাতে পুরো সংবাদের ৩৫% জুড়ে রয়েছে শাহবাগের খবর।
ঝাক্কাস আ্ওয়ামী লীগ ঝাক্কাস তার রাজনৈতিক খেলা।
শেখো বিএনপি (বাংলাদেশের নাদান পার্টি)
জয় হোক এই সরকারের, জয় হোক এই সরকারের পুলিশের।
বিষয়: বিবিধ
১৩৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন