শিবির সভাপতির রিমান্ড এবং তৎপর

লিখেছেন লিখেছেন ডিজিটাল চুলকানি ২১ মে, ২০১৩, ০৭:০৪:০০ সন্ধ্যা

শিবির সভাপতিকে গ্রেফতারের পর ৫০দিনের অধিক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশ পুলিশ (ফুলিশ) বাহিনী। রিমোন্ডে নেয়া নতুন কিছু নয় কিন্তু তাকে যেভাবে আদালতে উপস্থিত করা হলো তাতে বাংলাদেশে মানবতা পরিষ্থিতি কোথায় গিয়ে দাড়িয়েছে সেটা কাউকে বলে কয়ে বোঝানোর দরকার হবে না অবশ্য কেউ কেউ বলে থাকবেন ওকে ৫২ দিন নয় ৫২ সপ্তাহ রিমান্ডে নেয়া দরকার সেই সকল আবালদের অনুরোধ সাহস থাকে তো আমাকে তোরে ৫২ মিনিট রিমান্ডের সুযোগ দিস বুঝামু কত ধানে কত চাইল। রাজনৈতিক কামরাকামরি আমার ফছন্দ না কিন্তু কাইলকার ছবিখান দেইখ্যা শুয়োরের বাচ্চাগো লেদাইতে মনে অইছিল অবশ্য সুযোগ পাইলো ল্যাদামু ও । বালছাল এর রাজনীতিতে নিরপেক্ষ থাকতে চাই কিন্তু একটা মাইনষের ওপর এরকম অত্যাচার মাইন্যা লইতে পারিনা মনের মধ্যে যে একখান হৃদয় আছে ওইডায় কামরায়।

বিষয়: বিবিধ

১৬৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File