পারমানবিক অভিশাপ

লিখেছেন লিখেছেন ইরমায়া ০৩ মার্চ, ২০১৩, ০৭:৩৩:০৫ সন্ধ্যা

কে বলে তুমি মরে গেছো......

তুমি তো চিরদিনের মহা শক্তি হয়ে গেলে মহাবিশ্বে

বিশ্বাস কর, তুমি যখন খোলা চোখে তাকিয়ে থাকলে নির্নিমেষ

তখন আটটি স্বর্গ ব্যাকুল হয়ে উঠল তোমাকে পেতে

তুমি বিশ্বাস করো জালিমের একটা বুলেট তোমাকে বানালো অনন্ত অবিনশ্বর

কেঁপে উঠল সয়ং হত্যাকারির আত্মা, আচমকা ভূমি কম্প হলো জালিমের প্রাসাদে

বিশ্বাস করো, তোমার মা কাল শেষ রাতের প্রার্থনায় যে শক্তিশালি পরমানুবিক অভিশাপ ছেড়েছে

তা হিরোশিমা-নাগাশাকি বানাবে খুনিদের প্রতি ইঞ্চি মাটি

তোমার বাবার বুকছেড়া দীর্ঘশ্বাস, অস্ফুট অবিরল চোখের পানি টাইফুন এনেদিবে জল্লাদের চত্বরে.......

তুমি যে ভাবে নিষ্পলক তাকিয়ে আছো হে ফিরদাউসের সবুজ পাখি

আমি জানি সে চাহনিতে ওরা বিহ্বল হবে অনন্তকাল......

তোমার অনন্ত পথ চাওয়ার শেষ রেখা ধরে সৃষ্টি হবে প্রাণের মিছিল

ওরা নিশ্চিহ্ন হবে খোদার কসম................

বিষয়: বিবিধ

১২১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File