লালদীঘী ময়দানে হেফাজতের শানে রেসালাত সম্মেলন চলছে...
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১২ এপ্রিল, ২০১৪, ১২:০৫:৫১ দুপুর
হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী লালদীঘী ময়দানে চলমান শানে রেসালাত মাহফিলে ইসলামী ব্লগারদের বই পাওয়া যাচ্ছে।
নাস্তিক বিরোধী, ঈমানী আন্দোলন হেফাজতে ইসলামের গতকালের মাহফিলের প্রথম অধিবেশন অনেক চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। আজ অনুষ্ঠিত হবে দ্বিতীয় দিনের অধিবেশন। গতকাল মাহফিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন আল্লামা আহমাদ শফী দা. আল্লামা জুনায়েদ বাবু নগরী দা. বা.সহ অনেক শীর্ষ উলামায়ে কিরাম।
এই মাহফিলে আমাদের খান প্রকাশনীর একটি ষ্টলও দেয়া হয়েছে। এখানে ইসলামিক ব্লগারদের বইসমূহ সহ অনেক আমাদের প্রকাশিত অনেক গুরুত্বপূর্ণ বই পাওয়া যাচ্ছে।
খান প্রকাশনী থেকে ৯ জন ব্লগারের বই প্রকাশ হয়েছে। ড. মোস্তাফিজুর রহমান এর 'কেনো এই মিথ্যাচার, রেহনুমা বিনতে আনিসের বিয়ে, এক গুচ্ছ গোলাপ, নানান রঙের মানুষ, আনোয়ার হোসাইন মজুমদার এর বিয়ের ইন্টারভিউ, লোকমান বিন নূর হাশেম এর প্রবাস কাহন, ইসমাঈল জাবিহুল্লাহ এর 'নারীর অধিকার ও স্বাধীনতা' এম এম ওবায়েদুর রহমান এর 'মায়াবী বধূ' ইশরাত জাহান রুবাইয়ার 'ভালোবাসার রঙধনু'সহ মাই নেম ইজ খানের এসো বক্তৃতা শিখি, পিপড়ের উপদেশ, অটুট ঈমান, রাসূল এলেন মদীনায়, সংস্কৃতি বিনোদন রাজনীতি, ড. জাকির নায়েক ও আমরা। এছাড়াও এ পর্যন্ত আমাদের সর্বমোট প্রায় ৪৫ টি বই প্রকাশিত হয়েছে।
অনেক ব্যস্ততা কারণে অল্প কিছু ছবি সংযুক্ত করা হলো।
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা সংখ্যায় লাখে লাখে কাতারে কাতার,
কর্মে গুনিয়া দেইখলে পাইবে মাত্র কয়েক হাজার।
;
হলুদ মিডিয়ার বিভ্রান্তি থেকে আমাদের সতর্ক থাকা দরকার।
সম্মেলন সফল হোক।
মন্তব্য করতে লগইন করুন