সিলেট বই মেলায় ব্লগারদের বই

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৩ মার্চ, ২০১৪, ০৩:২৮:৫৯ দুপুর



সিলেটে চলছে সপ্তাহব্যাপী বইমেলা। কেন্দ্রয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত এই বইমেলায় ষ্টল আছে প্রায় ৩৫ টি। আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে এই মেলা।



ষ্টলে সাজানো ব্লগারদের বই।

সিলেটের আঞ্চলিক প্রকাশনাসমূহের পাশাপাশি জাতীয় পর্যায়ের অনেক ষ্টলও এখানে আছে। আমাদের খান প্রকাশনী থেকে প্রকাশিত ব্লগারদের বই ও অন্যান্য বইও এখানে আছে। নগর প্রকাশনী, সানী বুক সেন্টার, প্রফেসরস, ছাইম বুক সেন্টারের ষ্টলে খান প্রকাশনী ও ব্লগাদের বই পাওয়া যাচ্ছে।

খান প্রকাশনী থেকে ৯ জন ব্লগারের বই প্রকাশ হয়েছে। ড. মোস্তাফিজুর রহমান এর 'কেনো এই মিথ্যাচার, রেহনুমা বিনতে আনিসের বিয়ে, এক গুচ্ছ গোলাপ, নানান রঙের মানুষ, আনোয়ার হোসাইন মজুমদার এর বিয়ের ইন্টারভিউ, লোকমান বিন নূর হাশেম এর প্রবাস কাহন, ইসমাঈল জাবিহুল্লাহ এর 'নারীর অধিকার ও স্বাধীনতা' এম এম ওবায়েদুর রহমান এর 'মায়াবী বধূ' ইশরাত জাহান রুবাইয়ার 'ভালোবাসার রঙধনু'সহ মাই নেম ইজ খানের এসো বক্তৃতা শিখি, পিপড়ের উপদেশ, অটুট ঈমান, রাসূল এলেন মদীনায়, সংস্কৃতি বিনোদন রাজনীতি, ড. জাকির নায়েক ও আমরা। এছাড়াও এ পর্যন্ত আমাদের সর্বমোট প্রায় ৪৫ টি বই প্রকাশিত হয়েছে।





এ পর্যন্ত আমাদের প্রকাশিত বই ও বর্তমানে বিদ্যমান বইয়ের তালিকা নিম্নরূপ:

০১) আল কুরআনের কাব্যানুবাদ

০২) রাসূল এলেন মদীনায়

০২) বিজয়ের পদধ্বনি

০৩) আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.)

০৪) অটুট ঈমান

০৫) পিঁপড়ের উপদেশ

০৬) এসো সত্যবাদী হই

০৭) এক গুচ্ছ গোলাপ

০৮) বিয়ে

০৯) নানান রঙের মানুষ

১০) সংস্কৃতি বিনোদন রাজনীতি

১১) অবগুন্ঠিত আলাপন

১২) এসো বক্তৃতা শিখি-১-১০। ভলিউম ১, ২, ৩

১৩) আল কুরআনের বুদ্ধিবৃত্তিক প্রমাণ

১৪) (কুরআন হাদীসের আলোকে) মুক্তিযুদ্ধ ও বিজয়ের পথ

১৫) জিহাদ বিভ্রান্তি নিরসন

১৬) লাল সাগরের ঢেউ

১৭) প্রাণের আওয়াজ

১৮) বারোটি সুন্দর গল্প

১৯) অচিনকাব্য

২০) গল্প নয় তবে

২১) কেনো এই মিথ্যাচার?

২২) নারীর অধিকার ও স্বাধীনতা

২৩) বিয়ের ইন্টারভিউ

২৪) আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করছেন

২৫) ইসলাম ও কুফরের মধ্যকার মনস্তাত্বিক লড়াই

২৬) প্রিয়নবী সা. কে অবমাননার শাস্তি

২৭) কালিমা তাইয়িবা : একটি জীবন-আদর্শের দাওয়াত

২৮) ইসলাম ও গণতন্ত্র : দুটি জীবনাদর্শের সংঘাত

২৯) ইসলামের অন্যতম স্তম্ভ যাকাত

৩০) উশর : ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি ফরয আমল

৩১) সদকাতুল ফিতর : এর পরিমাণ ও বিধান

৩২) খিলাফত পুন:প্রতিষ্ঠা, স্বপ্ন নয় বাস্তবতা।

৩৩) ডা. জাকির নায়েক ও আমরা

৩৪) আত্মশুদ্ধির পথ ও পাথেয়

৩৫) আত্মশুদ্ধি : গুরুত্ব ও প্রয়োজনীয়তা

৩৬) মাযহাব ও তাকলীদ

৩৭) ২০ রাকাত তারাবীহ

৩৮) প্রবাস কাহন

৩৯) মুসলিম ভূমির প্রতিরক্ষা (ঈমান আনার পর প্রথম ফরজ)

৪০) মায়াবী বধূ

৪১) ভালোবাসার রঙধনু

বিষয়: বিবিধ

১৬০৭ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196630
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৬
মোঃজুলফিকার আলী লিখেছেন : ব্লগারের বই প্রদর্শন সিলেটে....জেনে খুশি হলাম। ধন্যবাদ।
২৩ মার্চ ২০১৪ রাত ১০:৪৪
146863
মাই নেম ইজ খান লিখেছেন : পর্যায়ক্রমে সারা দেশেই হবে ইনশাআল্লাহ।

জাযাকাল্লাহ।
196643
২৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৭
হককথা লিখেছেন : ধন্যবাদ সুন্দর আয়োজনের জন্য।
২৩ মার্চ ২০১৪ রাত ১১:১৭
146869
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।
196644
২৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:০২
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার প্রকাশনীকে স্বাগতম। ধন্যবাদ ব্লগারদের বই প্রকাশ করার জন্য সুদুর সিলেটে নিয়ে যাবার জন্য। ভাল লাগল দেখে।
২৩ মার্চ ২০১৪ রাত ১১:১৮
146870
মাই নেম ইজ খান লিখেছেন : আপনার বইটিও আছে।

নতুন লেখা, উপন্যাস ও বই চায় পাঠক।

ধন্যবাদ।
196649
২৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৬
মোঃ আবু তাহের লিখেছেন : আপনার উদ্যোগকে স্বাগত
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৩৪
146874
মাই নেম ইজ খান লিখেছেন : ধন্যবাদ। Good Luck Good Luck
196704
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
শেখের পোলা লিখেছেন : আপনার প্রকাশনি সমৃদ্ধশালী হোক৷ উপকারী লেখনী জনগনের কাছে পৌঁছে দিতে থাকেন৷ ধন্যবাদ৷
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৩৪
146875
মাই নেম ইজ খান লিখেছেন : আমীন।

প্রতিভাবান ব্লগারদের ভালো লেখা প্রকাশে অন্যরাও উদ্যোগ নিতে পারেন। তাহলে আরো ভালো হবে।
196712
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : খাঁন ভাই আপনাকে ধন্যবাদ-
আচ্ছা ভাই- আমি একটা বই প্রকাশ করতে চাই- আমার কিছু জাতীয় পত্রিকায় প্রকাশিত কলাম এবং কিছু বিশ্রেষন মূলক প্রবন্ধ এবং সাথে কিছু রম্য গল্প একসাথে একসাথে আপনার প্রকাশণী থেকে প্রকাশ করতে চাই-
---
আচ্ছা ভাই এমন জগাখিচুডি মার্কা বই প্রকাশ করা যায় কিনা?- যেমন একসাথে কলাম,গল্প,রম্য গল্প, জীবনি, প্রবন্ধ!!!
যদি প্রকাশ করা যায় বলেন প্লিজ- তাহলে আপনার প্রকাশণী থেকে প্রকাশ করতে চাই-
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৩৫
146876
মাই নেম ইজ খান লিখেছেন : আগে পান্ডুলিপি দেখতে হবে।

মেইল করে দিতে পারেন।

ধন্যবাদ।
196715
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
ইবনে আহমাদ লিখেছেন : আশা করছি আগামী পর্বে মেলার তথ্য পাবো। আপনার প্রকাশনী থেকে যে সমস্ত ব্লগারদের বই প্রকাশিত হয়েছে তাদেরকেও ধন্যবাদ। আপনার এই একক প্রচেষ্টা একদিন কথা বলবে। একদিন ফল পাবে এই জাতি।
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৩৫
146877
মাই নেম ইজ খান লিখেছেন : ইনশাআল্লাহ।

Good Luck Good Luck
196728
২৩ মার্চ ২০১৪ রাত ০৮:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সিলেট কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদ একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এর সাথে দেওয়ান মুহাম্মদ আজরফ এর মত ব্যক্তিত্ব রা জড়িত ছিলেন। সিলেটে চাকরি করার সময় এর সম্বৃদ্ধ লাইব্রেরিতে পড়াশুনা করেছি। তবে তখন এই বিল্ডিং টা ছিলনা।
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৩৬
146878
মাই নেম ইজ খান লিখেছেন : এটা আসলেই এক বিরাট উদ্যোগ। অনেক সুন্দর করেছে বর্তমান বিল্ডিংটি। সিলেটিদের অনেকেরই আত্মা যে অনেক বড় তার প্রমাণ পেলাম এবার।
196781
২৩ মার্চ ২০১৪ রাত ১০:০৬
হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৩৭
146879
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।
১০
196809
২৩ মার্চ ২০১৪ রাত ১০:৪৭
আওণ রাহ'বার লিখেছেন :
০৭) এক গুচ্ছ গোলাপ

০৮) বিয়ে

০৯) নানান রঙের মানুষ
আছে আমার কাছে আলহামদুলিল্লাহ
সময় করে আরো সংগ্রহ করবো ইনশাআল্লাহ।
শুকরিয়া খান ভাইয়াকে।
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৪০
146881
মাই নেম ইজ খান লিখেছেন : শুনে অনেক ভালো লাগলো।

আশা করি বই গুলো সম্পর্কে আপনার মূল্যায়ন মূলক একটি লেখা পাবো।
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৫৭
146896
আওণ রাহ'বার লিখেছেন : ঠিক আছে ভাইয়া।
১১
196811
২৩ মার্চ ২০১৪ রাত ১০:৫০
ইক্লিপ্স লিখেছেন : অভিনন্দন আর দোয়া আপনার প্রকাশনীর জন্য। অনেক ভালো লাগল পোষ্টটি পড়ে।
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৪১
146882
মাই নেম ইজ খান লিখেছেন : পড়া এবং উৎসাহব্যঞ্জক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

আপনার বইটির কি খবর?
বাংলাবাজারে কোন দোকানে পাওয়া যাবে ঠিকানা দিলে ভালো হতো। সংগ্রহ করার ইচ্ছা আছে।
২৪ মার্চ ২০১৪ সকাল ১১:২৪
147047
ইক্লিপ্স লিখেছেন : হাহাহা আমার টা স্বরবৃত্ততে পাওয়া যাবে। আমি কোন লাইব্রেরিতে এখনো দেইনি।
১২
196832
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৩৮
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক শুভকামনা রইলো। Happy Good Luck Rose
২৩ মার্চ ২০১৪ রাত ১১:৫৫
146892
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ। Good Luck Good Luck Happy>- Happy>-
১৩
196907
২৪ মার্চ ২০১৪ রাত ০৪:৫৮
ভিশু লিখেছেন : খুবি ভালো লাগ্লো...Happy Good Luck
ছড়িয়ে পড়ুক আমাদের সহ+দুঃসহব্লগারদের বইগুলো, মাশাআল্লাহ... Praying Rose Angel Bee
১৪
196910
২৪ মার্চ ২০১৪ সকাল ০৫:০৮
বৃত্তের বাইরে লিখেছেন : অভিনন্দন,দোয়া,অনেক শুভকামনা রইলো আপনার প্রকাশনীর জন্য। ভালো লাগলো Good Luck Rose Good Luck
১৫
196913
২৪ মার্চ ২০১৪ সকাল ০৫:৪৩
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : খুব সুন্দর উদ্যোগ।
১৬
196964
২৪ মার্চ ২০১৪ সকাল ১০:৫২
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার উদ্যোগ Thumbs Up Rose Rose Rose
১৭
196982
২৪ মার্চ ২০১৪ সকাল ১১:৩২
আহমদ মুসা লিখেছেন : মাওলানা ইসহাক খান ভাইয়ের আন্তরিক উদ্যেগকে মহান আল্লাহ কবুল করুক। তার প্রকাশনীর সাফল্য কামনা করছি। মহান আল্লাহ যেন এ প্রকাশনী সংস্থার যাবতীয় সমস্যা সমাধানের দায়িত্ব নিজ হাতে তুলে নেয় এবং সাফল্যের চুড়ায় উত্তীর্ণ করে।
২৪ মার্চ ২০১৪ সকাল ১১:৩৩
147053
আহমদ মুসা লিখেছেন : চট্টগ্রামে কখন আপনাদের আগমন ঘটবে?
১৮
197617
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:০৯
বিদ্রোহী নজরুল লিখেছেন : নিঃসন্দেহে খুবই ভাল উদ্যেগ, আমার জানা মতে অধিকাংশ ব্লগারই তাদের সুচিন্তিত মতামত ও মানসম্মত লিখনির কোন মূল্যায়ন পাননা।

ব্লগারদের কষ্টময় রচনাশৈলীর যথার্থতা উপলব্ধী করে তা প্রকাশ করার নিঃস্বার্থ আন্তরিকতাকে স্বাগত জানাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File