সিলেট বই মেলায় ব্লগারদের বই
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৩ মার্চ, ২০১৪, ০৩:২৮:৫৯ দুপুর
সিলেটে চলছে সপ্তাহব্যাপী বইমেলা। কেন্দ্রয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত এই বইমেলায় ষ্টল আছে প্রায় ৩৫ টি। আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে এই মেলা।
ষ্টলে সাজানো ব্লগারদের বই।
সিলেটের আঞ্চলিক প্রকাশনাসমূহের পাশাপাশি জাতীয় পর্যায়ের অনেক ষ্টলও এখানে আছে। আমাদের খান প্রকাশনী থেকে প্রকাশিত ব্লগারদের বই ও অন্যান্য বইও এখানে আছে। নগর প্রকাশনী, সানী বুক সেন্টার, প্রফেসরস, ছাইম বুক সেন্টারের ষ্টলে খান প্রকাশনী ও ব্লগাদের বই পাওয়া যাচ্ছে।
খান প্রকাশনী থেকে ৯ জন ব্লগারের বই প্রকাশ হয়েছে। ড. মোস্তাফিজুর রহমান এর 'কেনো এই মিথ্যাচার, রেহনুমা বিনতে আনিসের বিয়ে, এক গুচ্ছ গোলাপ, নানান রঙের মানুষ, আনোয়ার হোসাইন মজুমদার এর বিয়ের ইন্টারভিউ, লোকমান বিন নূর হাশেম এর প্রবাস কাহন, ইসমাঈল জাবিহুল্লাহ এর 'নারীর অধিকার ও স্বাধীনতা' এম এম ওবায়েদুর রহমান এর 'মায়াবী বধূ' ইশরাত জাহান রুবাইয়ার 'ভালোবাসার রঙধনু'সহ মাই নেম ইজ খানের এসো বক্তৃতা শিখি, পিপড়ের উপদেশ, অটুট ঈমান, রাসূল এলেন মদীনায়, সংস্কৃতি বিনোদন রাজনীতি, ড. জাকির নায়েক ও আমরা। এছাড়াও এ পর্যন্ত আমাদের সর্বমোট প্রায় ৪৫ টি বই প্রকাশিত হয়েছে।
এ পর্যন্ত আমাদের প্রকাশিত বই ও বর্তমানে বিদ্যমান বইয়ের তালিকা নিম্নরূপ:
০১) আল কুরআনের কাব্যানুবাদ
০২) রাসূল এলেন মদীনায়
০২) বিজয়ের পদধ্বনি
০৩) আল্লামা শামসুল হক ফরিদপুরী (রহ.)
০৪) অটুট ঈমান
০৫) পিঁপড়ের উপদেশ
০৬) এসো সত্যবাদী হই
০৭) এক গুচ্ছ গোলাপ
০৮) বিয়ে
০৯) নানান রঙের মানুষ
১০) সংস্কৃতি বিনোদন রাজনীতি
১১) অবগুন্ঠিত আলাপন
১২) এসো বক্তৃতা শিখি-১-১০। ভলিউম ১, ২, ৩
১৩) আল কুরআনের বুদ্ধিবৃত্তিক প্রমাণ
১৪) (কুরআন হাদীসের আলোকে) মুক্তিযুদ্ধ ও বিজয়ের পথ
১৫) জিহাদ বিভ্রান্তি নিরসন
১৬) লাল সাগরের ঢেউ
১৭) প্রাণের আওয়াজ
১৮) বারোটি সুন্দর গল্প
১৯) অচিনকাব্য
২০) গল্প নয় তবে
২১) কেনো এই মিথ্যাচার?
২২) নারীর অধিকার ও স্বাধীনতা
২৩) বিয়ের ইন্টারভিউ
২৪) আল্লাহ আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করছেন
২৫) ইসলাম ও কুফরের মধ্যকার মনস্তাত্বিক লড়াই
২৬) প্রিয়নবী সা. কে অবমাননার শাস্তি
২৭) কালিমা তাইয়িবা : একটি জীবন-আদর্শের দাওয়াত
২৮) ইসলাম ও গণতন্ত্র : দুটি জীবনাদর্শের সংঘাত
২৯) ইসলামের অন্যতম স্তম্ভ যাকাত
৩০) উশর : ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি ফরয আমল
৩১) সদকাতুল ফিতর : এর পরিমাণ ও বিধান
৩২) খিলাফত পুন:প্রতিষ্ঠা, স্বপ্ন নয় বাস্তবতা।
৩৩) ডা. জাকির নায়েক ও আমরা
৩৪) আত্মশুদ্ধির পথ ও পাথেয়
৩৫) আত্মশুদ্ধি : গুরুত্ব ও প্রয়োজনীয়তা
৩৬) মাযহাব ও তাকলীদ
৩৭) ২০ রাকাত তারাবীহ
৩৮) প্রবাস কাহন
৩৯) মুসলিম ভূমির প্রতিরক্ষা (ঈমান আনার পর প্রথম ফরজ)
৪০) মায়াবী বধূ
৪১) ভালোবাসার রঙধনু
বিষয়: বিবিধ
১৬০৭ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ।
নতুন লেখা, উপন্যাস ও বই চায় পাঠক।
ধন্যবাদ।
প্রতিভাবান ব্লগারদের ভালো লেখা প্রকাশে অন্যরাও উদ্যোগ নিতে পারেন। তাহলে আরো ভালো হবে।
আচ্ছা ভাই- আমি একটা বই প্রকাশ করতে চাই- আমার কিছু জাতীয় পত্রিকায় প্রকাশিত কলাম এবং কিছু বিশ্রেষন মূলক প্রবন্ধ এবং সাথে কিছু রম্য গল্প একসাথে একসাথে আপনার প্রকাশণী থেকে প্রকাশ করতে চাই-
---
আচ্ছা ভাই এমন জগাখিচুডি মার্কা বই প্রকাশ করা যায় কিনা?- যেমন একসাথে কলাম,গল্প,রম্য গল্প, জীবনি, প্রবন্ধ!!!
যদি প্রকাশ করা যায় বলেন প্লিজ- তাহলে আপনার প্রকাশণী থেকে প্রকাশ করতে চাই-
মেইল করে দিতে পারেন।
ধন্যবাদ।
০৭) এক গুচ্ছ গোলাপ
০৮) বিয়ে
০৯) নানান রঙের মানুষআছে আমার কাছে আলহামদুলিল্লাহ
সময় করে আরো সংগ্রহ করবো ইনশাআল্লাহ।
শুকরিয়া খান ভাইয়াকে।
আশা করি বই গুলো সম্পর্কে আপনার মূল্যায়ন মূলক একটি লেখা পাবো।
আপনার বইটির কি খবর?
বাংলাবাজারে কোন দোকানে পাওয়া যাবে ঠিকানা দিলে ভালো হতো। সংগ্রহ করার ইচ্ছা আছে।
ছড়িয়ে পড়ুক আমাদের সহ+দুঃসহব্লগারদের বইগুলো, মাশাআল্লাহ...
ব্লগারদের কষ্টময় রচনাশৈলীর যথার্থতা উপলব্ধী করে তা প্রকাশ করার নিঃস্বার্থ আন্তরিকতাকে স্বাগত জানাই।
মন্তব্য করতে লগইন করুন