শয়তান এরশাদের মাধ্যমে সৃষ্ট নাস্তিকদের কূটিল ফাঁদে পা দেয়নি হেফাজত : আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় নেতৃবৃন্দকে

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১৯ নভেম্বর, ২০১৩, ০৩:৩৬:২৯ দুপুর



আমাদের শ্রদ্ধেয় আমীর, আল্লামা আহমাদ শফী দা. বা., বিখ্যাত হাদীস বিশারদ আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং হেফাজতের নেতৃবৃন্দ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমার মতো লাখো লাখো সাধারণ মুমিনের মনের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছেন। নাস্তিকদের সর্বশেষ চাল এরশাদের মাধ্যমে হেফাজতের সমর্থন আদায়ের অপচেষ্টা তাদের ব্যর্থ হয়েছে বিচক্ষণ নেতৃবৃন্দের সঠিক সিদ্ধান্তের কারণে।

এরশাদ নিজের কথায় নিজে বেঈমান -আল্লামা জুনায়েদ বাবুনগরী

আল্লামা জুনায়েদ বাবুনগরী দা. বা. এর সাথে একান্ত আলাপনে তিনি বলেন- ”সে তো এখন নিজের কথায় নিজেই বেঈমান বলে প্রমাণিত হয়েছে। সে বলেছিল- শেখ হাসিনার নেতৃত্বে এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে শেষ বয়সে বেঈমান হয়ে মরতে পারবো না। তাহলে আমাদের আর কি বলার আছে। সে হুজুরের সাথে সাক্ষাৎ করে আরেকটা প্রহসন করেছে মাত্র। সে নিজেদের মহাজোট সরকারের অধীনে নির্বাচন করে এই দেশে আরেকটি নৈরাজ্য সৃষ্টিতে সহায়তা করছে। তবে সে একসময় উচিৎ শিক্ষা পাবে। মুখে মুখে ইসলাম, আর অন্য দিকে নাস্তিক্যবাদীদের সহায়ক ভূমিকা পালন করছে। তার মতো বেঈমান আমার মনে হয় এই বাংলাদেশে দ্বিতীয়টা নেই।" (নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত বাবুনগরী দা. বা. এর সাম্প্রতিক প্রতিক্রিয়া)

আগামী দিন গুলোতেও মহান আল্লাহ হেফাজত ও এর নেতৃবৃন্দকে এমন সঠিক সিদ্ধান্ত গ্রহণের ধারা অব্যাহত রাখার তাওফীক দিন, আমীন।

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File