কি বলবেন ধর্ম নিরপেক্ষতার ধবজাধারীরা?
লিখেছেন লিখেছেন শরীফ নজমুল ১৯ নভেম্বর, ২০১৩, ০৩:০৮:৪০ দুপুর
বাংলাদেশ মানবাধিকার কমিশন তার রিপোর্টে বলেছে পাবনার সাথিয়ায় হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশ মানবাধিকার কমিশন কে ধন্যবাদ দেয়াটা জরূরী তাদের এই সাহসী সত্য ভাষনের জন্য। (সুত্র-আরটিএনএন) যদিও অতীতে এরকম অনেক ইস্যুতে আমরা মানবাধিকার কমিশন কে মুখে কুলুপ এটে থাকতে দেখেছি।
এই রিপোর্টে আরো পড়লাম স্থানীয় সন্ত্রাসীদের রীতিমত চাঁদা দিয়ে বেচে আছেন এলাকার হিন্দুরা। ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ এখন ক্ষমতায় আর স্বয়ং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকা এটি।
এই তাহলে আমাদের নিয়তি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যারা নিজেদের ধর্ম নিরপেক্ষ বলে দাবী করেন, যারা হিন্দুরের নিজেদের রিজার্ভ ভোট বলে মনে করেন, যারা বিএনপি-জামাত ক্ষমতায় আসলে হিন্দুদের উপর অত্যাচার হবে বলে চিতকার করের, তাদের শাসন আমলে এই অবস্থা, তাহলে আমাদের মুক্তি কোথায়?
এঈ সরকার যখন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবার জন্য ভোট চান তখন প্রশ্ন জাগে কোন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চান তারা?
বিষয়: বিবিধ
১০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন