----------একদিন আমার দলের লোকরা আমাকে হত্যা করে তারা জামায়াত-শিবিরের ওপর দোষ চাপাবে।
লিখেছেন লিখেছেন বিবেকের কান্না ২৫ মার্চ, ২০১৩, ০৩:২১:২০ দুপুর
সম্ভবতঃ মনের অজান্তেই এ কথাগুলো বলেছেন শামীম ওসমান !
আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ডে জামায়াত-শিবির জড়িত এ দাবি আমি করবো না।
কেননা তাহলে একদিন আমার দলের লোকরা আমাকে হত্যা করে তারা জামায়াত-শিবিরের ওপর দোষ চাপাবে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আবেদন, অবিলম্বে ত্বকী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
এ সব নেতারা যদি খাঁদে না পড়তেন তাহলে নিশ্চিতভাবেই সে পুরান রেকর্ড বাজিয়েই চলতেন আর জামাত শিবিরের গুষ্ঠি উদ্ধার করেই ছাড়তেন। যেমন তাদের নেত্রী থাবা বাবাকে নিয়ে করলেন। ইমতিয়াজ বুলবুলের ভাই মরলো আর দোষ হলো জামাত শিবিরের। তাদের জন্ম দশাই আজ পর্যন্ত অসংখ্য পুরান রেকর্ড তারা বাজিয়েছে। শেষ পর্যন্ত প্রমান করতে পারেনি একটিও ।
আমি ভেবেও পাই না এদের কি একটুও লজ্জা শরম নাই ! একের পর এক মিথ্যা দোষ চাপিয়ে কিছুদিন পর আবার পিছু হটে !! এভাবে আর কত ? শামীম ওসমানের মত সত্যটি স্বীকার করতে শরম কোথয় ?
বিস্তারিতঃhttp://www.dailysangram.com/news_details.php?news_id=112301
বিষয়: বিবিধ
১৪২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন