রাষ্ট্রপতির মৃত্যু : আরবদেশীয় কাউকে দেখলাম না
লিখেছেন লিখেছেন শিক্ষানবিস ২৫ মার্চ, ২০১৩, ০৩:২৩:১৯ দুপুর
রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা গেলেন। তার লাশ আগমন, জানাযা, দাফন, শোক প্রকাশ, শোক বইতে স্বাক্ষর ইত্যাদি সব অনুষ্ঠান টিভিতে দেখেছি। বিদেশী নেতাদের যারা যারা শোকবানী দিলেন, তাদের কথা খবরে শুনেছি।
কিন্তু আরবের কোন নেতার কোন শোক বা শোক বইতে স্বাক্ষর, শোক জ্ঞাপন বা জানাযায় উপস্থিতি চোখে পড়ল না।
মালয়েশিয়া ও মালদ্বীপ ব্যতীত অন্য কোন মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকেও কোন শোকবানী ইত্যাদি আমি দেখিনি গভীরভাবে চোখ রাখার পরেও।
এটি কি আমার পর্যবেক্ষণের দুর্বলতা না আপনারাও এমনই দেখেছেন?
যদি তাই হয়, তাহলে কারণ কী?
মতামত জানতে চাই।
তাদের কথা কী বলব, আমি যখন খবর শুনলাম, তখন ইন্নালিল্লাহ বললাম না। বলা জায়েয কিনা, সন্দেহে পতিত হলাম।
কিন্তু বিপদে পড়লাম বন্ধুদের নিয়ে। তারা ফোন করে জানতে চাইল, এই রাষ্ট্রপতির মৃত্যুতে ইন্নালিল্লাহ .... পড়া জায়েয হবে কি না?
কি উত্তর দেব বলেন?
শেষ পর্যন্ত বললাম, আল কুরআনে বলা হয়েছে, তাদের উপর যদি কোন বিপদ আসে তখন তারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। মানে, আমরা আল্লাহর জন্য নিবেদিত আর আমরা তার কাছেই ফিরে যাবো।
অতএব যদি আপনি এটাকে বিপদ মনে করেন, তাহলে বলবেন আর মনে না করলে বলবেন না।
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন