সময়োপযোগী ও ঐতিহাসিক আহবান।

লিখেছেন লিখেছেন বিবেকের কান্না ০২ মার্চ, ২০১৩, ০১:৪৭:১৯ দুপুর



দেশের এই ক্রান্তিকালে মানুষ যখন দিশেহারা,

মানুষের জীবনের মূল্য যখন একটা পিপঁড়ার জীবনের মূল্যের চেয়েও নগন্য,

ইতিহাসের জঘন্যতম গনহত্যা যখন সরকারী মদদে পরিচালিত হচ্ছে ,

ঠিক এমনই এক দু:সময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গতকালের বক্তব্য ইতিহাসের পাতায় এক মাইল ফলক হিসাবে চির স্বরনীয় হয়ে থাকবে।

রত্তপিপাসুদের হাত থেকে দেশের মানুষকে মুক্তকরার আহবান জাতির প্রত্যাশা ছিল।

দেশের মানুষ দেশ নেত্রীর কাছ থেকে সঠিক নির্দেশনা পেয়েছে বলেই মনে হচ্ছে।

আমি নিশ্চিত করে বলতে পারি দেশের ৯০ভাগ মানুষ আওয়ামী দুঃশাসনে অসহায় বোধ করছে, তারা শুধু একটি বলিষ্ঠ কন্ঠের ডাকের অপেক্ষায় রয়েছে।

বিষয়: বিবিধ

৯১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File