আরেকটি জজ মিয়া নাটক....হলুদ মিডিয়া তোমরা পালানোর পথ পাবা না....জাস্ট ওয়েট।
লিখেছেন লিখেছেন মু নূরনবী ০২ মার্চ, ২০১৩, ০১:৪১:০৯ দুপুর
যাহা চিন্তা করেছিলাম...অবশেষে তাহাই হইল।
সরকারের গোয়েন্দালীগ ইতমধ্যে নাস্তিক রাজীব হায়দার ওরপে থাবা বাবার (বর্তমানে সবচে ঘৃণিত নাম!) খুনিদের চিহিৃত করতে পেরেছে। শুধু তাই নয়, তাদের মধ্যে পাঁচজনকে ধরতেও পেরেছে।
আরেকটি জজ মিয়া নাটক।
জামায়াতকে নানাদিক দিয়ে কোনঠাসা করেও যখন খুব বেশী সুবিধা করতে পারছে না, তখন সামনে নিয়ে আসা হলো তারা নাকি মন্দিরে হামলা চালাচ্ছে। কুতু..কুতু....খেলা।
তাতেও খুব একটা সুবিধা না করতে পেরে এবার সামনে নিয়ে আসা হলো থাবা বাবা'র হত্যায় নাকি শিবির জড়িত।
null
এইবার শুরু হবে আমাদের হলুদ মিডিয়ার চুলচেরা বিশ্লেষণ!
দেখা যাক..কতদূর গড়ায়।
হতাশ হওয়ার কিছু নাই। বিজয় আমাদের সুনিশ্চিত। এতগুলো তরতাজা প্রাণকে মুহুর্তেই শেষ করে দিল তাতে কি তারা এই আন্দোলণ দমাতে পেরেছে?
বরং অগ্নিয়গিরির লাভার ন্যায় আরো উপছে পড়ছে....
অনেক ইনএকটিভ লোককেও দেখি মিছিলে যেতে.....
হতাশ হয়োনা বন্ধু.......জয় সুনিশ্চিত।
নিশ্চয়ই একজন সব দেখছেন। তিনিই সর্বোচ্চ কৌশলী।
বিষয়: রাজনীতি
১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন