হায়রে আমার স্বাধীনতা!!!!!!

লিখেছেন লিখেছেন সাদা ২৬ অক্টোবর, ২০১৩, ১০:৩১:৪২ সকাল

খবরটি প্রথম আলোর।শিরোণাম হলো "বাংলাদেশ নিয়ে ভারতকে বুঝতে এবং বুঝাতে দিল্লি যাচ্ছেন মজীনা"।সংবাদ পড়ে কিছুক্ষণ চুপ করে বসেছিলাম।ভিতরের খবর হলো বাংলাদেশের নির্বাচণ কোন পদ্ধতিতে হবে এবং কিভাবে হবে সে নিয়ে আলোচনার জন্য দিল্লি গেছেন মজীনা।কিছুক্ষণ পর মনের অজান্তেই বেরিয়ে আসল হায়রে স্বাধীনতা!!এ নিয়েই আমাদের এত গর্ব!!ক্ষমতাসীন দল যারা নিজদের মুক্তিযুদ্ধের সোল এজেন্ট বলে দাবী করে এ সংবাদেও কি তাদের একটুও গাত্রদাহ হয়নি।আমার দেশের নির্বাচন কিভাবে হবে তা ঠিক করে দিবে ভারত।কি চমৎকার আমাদের রাজনিতী,আমাদের সরকার আর আমাদের বিরোধীদল!!!!আমরা নাকি এগিয়ে যাচ্ছি।জানিনা এ এগোনো ব্যর্থতার তলানির দিকে কিনা??আমাদের দেশের অবস্থাতো নেপাল ভূটানের চেয়েও খারাপ।কোন কোন ক্ষেত্রে পশ্চিম বঙ্গের চেয়েও খারাপ।রাজ্য সরকার হিসাবে পশ্চিম বঙ্গের সরকারেরও স্বাধীনভাবে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে।পশ্চিম বঙ্গের সরকার ওনেক ক্ষেত্রেই দিল্লির সিদ্ধান্ত আনায়াসে অগ্রাহ্য করছে।যেমন তিস্তা চুক্তি।আমাদের মনে হয় সে ক্ষমতাও নেই।কি অথর্ব জাতি, ব্যর্থ রাষ্ট্রে পরিনত হচ্ছি আমরা।আশংকায় থাকি,কোন সকাল বেলায় ঘুম থেকেই উঠেই হয়তো শুনতে পাব আমার সোনার বাংলার পরিবর্তে বন্দে মাতরম, স্যালুট জানাতে হবে লাল সবুজ পতাকার পরিবর্তে তিন রঙা পতাকাকে ।হয়তোবা সে সরকম কিছুই হবে না,হয়তোবা এর চেয়ে মারাত্তক কিছু ।কারন আজকাল কোন দেশ অন্য কোন দেশকে সরাসরি দখল করে না ,দখল করে ব্যবসা বানিজ্য এবং সংস্কৃতি।এতে দখলকারী রাষ্ট্রের লাভ ১০০%।তাই চিন্তা করি কোন এক সকালে কোন এক "শ্রী"কে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানাতে হবে অফিসের বড় কর্তা হিসাবে,তার গাড়ীর দরজা খুলে দিতে হবে নমস্কার বলে।হায়রে আমার দেশ!!!! হে আল্লাহ্‌ তুমি রক্ষা কর এ দেশের পাপিষ্ট নাগরিকদের।

বিষয়: বিবিধ

১৩৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File