ফেসবুকে খালেদা জিয়ার স্ট্যাটাস ,আমি একমত।আপনিও কি একমত?
লিখেছেন লিখেছেন সাদা ১৩ নভেম্বর, ২০১৩, ০১:৫৮:২৬ দুপুর
খালেদা জিয়ার নিন্মোক্ত পাচটি প্রশ্নের সাথে আমি একমত।এর সাথে যোগ করছি কিশোর মিলনের অগ্নিদগ্ধের ঘটনা যা আওয়ামী ঘরনার পত্রিকা প্রথম আলোতে গতকাল ছাপা হয়েছে।পত্রিকার সংবাদ অনুযায়ী মিলনকে অগ্নিদগ্ধ করার মুল ব্যক্তি হল লেগুনারই ড্রাইভার এবং মিলন ঐ লেগুনারই হেল্পার।ঘটনার দিন মিলন কাজ করতে না আসতে চাইলেও ড্রাইভার জোর করে তাকে কজে নিয়ে আসে এবং যে লোক দুটো মিলনের গায়ে আগুন লাগায় তারা আগে থেকেই লেগুনাতে বসে ছিল এবং ড্রাইভারই মিলনকে তার এবং ঐ লোকদুটর মাঝখানে বসায় ।এর কিছুক্ষণ পরই লোকদুটো মিলনের গায়ে আগুন লাগিয়ে দৌড় দেয়,ড্রাইভারও পালিয়ে যায়।এ থেকে পরিস্কার বোঝা যায় এ অগ্নিকান্ডের সাথে লেগুনার ড্রাইভার জড়িত।এরপর প্রশাসনের আরো পদক্ষেপ দেখা যায়নি তাকে ধরার।এখন দেখা যাক খালেদা জিয়ার এ প্রশ্নের উত্তরে কি বলে সরকার।
বেগম খালেদা জিয়ার পাঁচটি প্রশ্ন-
- এক এলাকা বা রুটের বাস এই হরতালের মধ্যে কীভাবে এবং কেন সম্পূর্ণ বিপরীত এলাকায় যাচ্ছে?
- নাটকীয় ভাবে সেই বাসগুলোতেই কেন অগ্নিসংযোগ ঘটছে?
- সারা শহরে এত হাজার হাজার পুলিশ-র্যাব থাকলেও সেসব অগ্নিসংযোগের সময়ে ঘটনাস্থলে তাদের টিকিরও দেখা পাওয়া যায় না কেন?
- হাজার হাজার পুলিশের একজনও যে অগ্নিসংযোগের ঘটনাস্থলে থাকতে পারছে না, সেখানে বলা কওয়া ছাড়া রাশি রাশি সাংবাদিক, তাদের ক্যামেরাম্যান আর গাড়ি কী করে থাকছে?
- বিএনপি নেতাকর্মীদেরকে পারলে পাতাল থেকেও খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু অগ্নিসংযোগকারী একজনকেও কেন পুলিশ ধরতে পারে না?
বেগম খালেদা জিয়ার পাঁচটি প্রশ্ন-
- এক এলাকা বা রুটের বাস এই হরতালের মধ্যে কীভাবে এবং কেন সম্পূর্ণ বিপরীত এলাকায় যাচ্ছে?
- নাটকীয় ভাবে সেই বাসগুলোতেই কেন অগ্নিসংযোগ ঘটছে?
- সারা শহরে এত হাজার হাজার পুলিশ-র্যাব থাকলেও সেসব অগ্নিসংযোগের সময়ে ঘটনাস্থলে তাদের টিকিরও দেখা পাওয়া যায় না কেন?
- হাজার হাজার পুলিশের একজনও যে অগ্নিসংযোগের ঘটনাস্থলে থাকতে পারছে না, সেখানে বলা কওয়া ছাড়া রাশি রাশি সাংবাদিক, তাদের ক্যামেরাম্যান আর গাড়ি কী করে থাকছে?
- বিএনপি নেতাকর্মীদেরকে পারলে পাতাল থেকেও খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু অগ্নিসংযোগকারী একজনকেও কেন পুলিশ ধরতে পারে না?
বিষয়: বিবিধ
১৬৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন