২৫ অক্টোবার কি দেখতে চেয়েছি আর কী দেখেছি :

লিখেছেন লিখেছেন সাগরকন্না ২৬ অক্টোবর, ২০১৩, ১০:৪৯:৩৫ সকাল

আমরা আর লাশ দেখতে চাইনা , আমরা ক্রন্দন শুনতে চাইনা , আমরা আর কোন মায়ের হা হা কার শব্দ শুনতে চাইনা , পিতার নিস্তব্দতা চাই না , কোন স্ত্রী বিধবা হোক তা চাই না,কোন বোন তার ভাইকে হারাক তা চাইনা, কোন মেধাবী ছাত্রকে হারাতে চাই না , মজলুমের আর্তনাদ শুনতে চাই না আমরা চাই না আর কোন ২৮ অক্টোবার দেখতে, আমরা চাই প্রতিশোধ নিতে আমরা চাই প্রতিবাধ করতে আমরা চাই জাতির সামনে মাথা উচু করে দারাতে। ২৫ অক্টোবার ছিল আমাদের প্রতিশোধের দিন প্রতিবাদের দিন কিন্তু এর পরিবর্তে আমরা দেখেছি ৮ জন জ্যন্ত মানুষের লাশ । আর কবে আমাদের বোধদয় হবে, কবে আমরা জেগে উঠবো কবে আওয়ামী হায়ানেদের লাগাম টেনে ধরা হবে? তাই আসুন আমরা আর বি এন পির দিকে না তাকিয়ে ঘরে ঘরে সংগ্রাম কমিঠি গড়ে তুলি । আওয়ামি হায়ানাদের কবর আমরাই রচনা করি।

বিষয়: বিবিধ

১৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File