পর্দা (Hijab)
লিখেছেন লিখেছেন সাগরকন্না ১৬ নভেম্বর, ২০১৩, ০৭:২৯:০৭ সকাল
পর্দার আরবী শব্দ হিজাব। অর্থ আবৃত করা সংযত হওয়া। পর্দা শরিয়াতের একটা গুরুত্বপূর্ন দিক। ইহা নারীর ইজ্জত আবরুর গ্যারান্টি আর কলুশমুক্ত সুন্দর সমাজ বিনির্মানের অন্যতম হাতিয়ার। সৃস্টির স্বাবাবিক ধর্ম পুরুষ নারীর দিকে ঝুকে পরবে, আর নারী পুরুষকে করবে আকৃস্ট।
কিন্তু পর্দা প্রথা এ হীন অন্যায় ও অবৈধ সম্পর্কের হয়েছে অন্তরায়। আমাদের সমাজ এর বাস্তব চিত্র। শরীয়াতের এ গুরুত্বপূর্ন বিধানটির অনুপস্হিতিতে ঘটেছে হাজারো অনাকাখ্ঙিত ঘটনা। পর্দা সম্পর্কে রয়েছে আমাদের ভূল ধারনা। কেহ মনে করেন এটা শুধু নারীদের জন্য,কিন্তু বাস্তবতা এর বিপরীত। নারি পূরুষ সবার জন্যই এটা অবশ্য পালনীয় কর্তব্য। যা পালন করতে ব্যর্থ হলে সমাজে দেখা দিবে বিপর্যয়,হতে হবে শাস্তির সম্মুখীন।
আল্লাহ বলেছেন , হে নবী, মুমিন পূরুষদের বলুন তারা যেন নিজেদের চোখকে বাচিয়ে চলে, এবং নিজেদের লজ্জাস্থান সমুহের হেফাজত করে। ইহা তাদের পক্ষে পবিত্রতম নীতি। (সুরা নূর ,আয়াত নং ৩০)
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন