কম্পিউটার ভাইরাস কি? ও ভাইরাস নামকরণ

লিখেছেন লিখেছেন জাহিদ_জিহান ১৬ নভেম্বর, ২০১৩, ০৬:৩০:৪১ সকাল

আসসালামু আলাইকুম, আজ অনেক দিন পর বিডিটুমরোতে আজ অনেক দিন পর যুক্ত হলাম। ব্রাউজ করতে গিয়ে জানলাম টুডে ব্লগ টুমরো হয়েছে। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব ছোট একটি ব্লগ। আমি আপনাদের ভাইরাস সম্পর্ সামান্য কিছু ধারণা দেয়ার চেষ্ট করব। তাহলে শুরু করা যাক.......

b]ভাইরাস কি?

[/b]

ভাইরাস এটি এমন একটি প্রোগ্রাম যা একটি ধ্বংসকারী হিসেবে নিজেকে অন্যান্য প্রাগ্রামের সাথে জুড়ে নিয়ে এর সংক্রমণ ঘটায় এবং তা পর্যাক্রমে ধ্বংসযজ্ঞের বিস্তৃতির নিশ্চয়তা দেয়। যার ফলে প্রথম আক্রান্ত প্রোগ্রামগুলো মূল ভাইরাস হয়ে অন্যান্য ভালো প্রোগ্রামগুলোতে বিস্তার করে তাও ধ্বংস করে দেয়।



ভাইরাস নাকরণ

কম্পিউটার পরিভাষায় ভাইরাস শব্দটিকে ভাঙলে পাওয়া যায় ‌‍”ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ” (Vital information resources under seize) অর্থাৎ শুরুত্বপূর্ণ ইৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। প্রখ্যাত গবেষক ফ্রেডরিক কোহেন বা সংক্ষেপে ফ্রেস কোহেন ভাইরাসকে ভাইরাস বলে নাম করণ করেন।

ধন্যবাদ সবাইকে কষ্ট। ইনশাআল্লাহ পরবর্তে যাতে আরও ভালো কোন ব্লগ নিয়ে আসতে পারি তার জন্য দু’আ করবেন।

চাইলে আমার সাথে এফবিতে যুক্ত হতে পারেন। যুক্ত হতে এখানে ক্লিক করুন

বিষয়: বিবিধ

১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File