কলের গান

লিখেছেন লিখেছেন কানিজ ফাতিমা ২৬ অক্টোবর, ২০১৩, ১০:২৩:৪১ সকাল

দেশের ক্ষমতায় আওয়ামীলীগ এসেছে দু-দুইবার। এ দীর্ঘ সময়ে দেশের উন্নয়নের তেমন কিছুই দেখা যায়না। দুই একটা যা সফলতা আছে তাও পাহাড় সমান দুর্নীতি আর সন্ত্রাসের ঘটনায় চাপা পরে গেছে । গোটা পদ্মা সেতু চুরি হয়ে যায়, শেয়ার বাজার লুট হয়ে যায় , সেয়ারে সর্বশান্ত হয় মানুষ, আওয়ামী নেতা রানার দুর্নীতি আর লোভে মানুষ ইটপাথর চাপা পরে মরে , বাংলাদেশের শত নারীর ইজ্জত লুটে ছাত্র লীগ নেতা সেঞ্চুরী পার্টি করে, বিশ্বজিতেরা দিনে দুপুরে রাস্তায় খুন হয় - এগুলো কোনটাই 'রাজাকারের' দান না। এর পরেও নিজেদের সীমাহীন দুর্নীতি ঢেকে মানুষের চোখে ধুলা দিতে বার বার একটা গীতিই গাওয়া হয় - " রাজাকার গীত"।

তাদের নিজস্ব অর্জন নিয়ে বলার কিছুই নাই; দেশ প্রেমের কোনো নমুনাই তারা দেখায়নি। আর এনিয়ে প্রশ্ন তুললেই আবারও সেই রেকর্ড - "রাজাকার "।

এই কলের গানই তাদের একমাত্র সম্বল - "আমরা কি করছি সেদিকে দেখনা- শুধু 'রাজাকার' ঠেকাও। আমাদের চেতনাধারী ছেলেরা এখন বাংলাদেশী নারী ধর্ষণ করে সেন্চুরী করছে; তাতে কি? - ওরা চল্লিশ বছর আগে বাঙালী নারী পাকিস্তানী দিয়ে ধর্ষণ করিয়েছে। আমরা চেতনা নিয়ে এখন পদ্মাসেতু গিলে ফেলি, সেয়ার বাজার চেটে পুটে খেয়ে ফেলি, তাতে কি ? এগুলো একেবারেই দেখো না, এগুলো দেখলে দেশপ্রেম নেতিয়ে যাবে। শুধু মনে রাখো রাজাকাররা বাংলাদেশের অর্থনীতি ধ্বংসে পাকিস্তানীদের সাহায্য করেছিল। চোখ বন্ধ রাখো, সমস্ত শক্তি দিয়ে দুই চোখ শক্ত করে বন্ধ করে রাখো - শুধু কান খোলা রেখে আমাদের কলের গান শুনে যাও- আমাদের " রাজাকার সঙ্গীত"।"

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File