ব্রোথেলের ব্যবসায় দেউলিয়াত্ব!
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২৭ এপ্রিল, ২০১৪, ১১:৩৩:০৮ সকাল
ব্রোথেল থেকে অনেক মেয়ে নিয়ে আসা হয়েছে MMU তে। উদ্দেশ্য এইডস থেকে তারা কি করে তাদের খদ্দেরদের মুক্ত রাখে এই নিয়ে ডকুমেন্টারী দেখানো হবে সর্বশেষ উম্মুক্ত প্রশ্নোত্তরের জবাব দিবেন ডিম্বি লিওন। পরিচিত লাগছে আপনাদের হুম ঠিক ধরেছেন ইনি এখনকার পর্নোষ্টার। আপনাদের যুগের স্টার সানি লিওনের মেয়ে। এখন ২০৫০সাল। প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর মানকি শাহ। খুক খুক করে কেশে গর্ভবতী গাভীর ন্যায় বিশাল ভুড়িটা দুলিয়ে নিলেন একবার। জানেন বোধ হয় আমার বিশ্ববিদ্যালয় দুইটা ব্যাপারে ফার্স্ট এক এদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এটি দুই এদেশে প্রথম ছাত্রদের মাঝে কনডম বিতরনকারী বিশ্ববিদ্যালয় ও এটি! তারপর তিনি উঠলেন MMU মূক্তমনা বিশ্ববিদ্যালয় এর ভিসি প্রফেসর টুডে রহমান পিয়াল যৌবনাজ্বালা ওয়েবসাইটের বর্তমান পরিচালক ও তিনি বিশাল গুণী মানুষ। ডায়াসে উঠেই আড় চোখে লিওনির দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন। লিওনিও মাঝের আংগুল উঠিয়ে বর্তমান যুগের আধুনিক চিহ্ন দিয়ে স্বাগতম জানালেন। টুডে রহমান বললেন আমরা দ্রুত আধুনিক হতে যাচ্ছি। আপনারা জানেন প্রতিক্রিয়াশীল গোষ্টিগুলো আমাদের এই প্রয়োজনীয় অনুষ্ঠানের বিরোধীতা করে তারা আরেকবার প্রমান করেছে তারা এদেশের উন্নতি চায় না শুধু পিছনে ফিরিয়ে নিতে চায়। তারা এতই ঘৃন্য যে এইডসও তাদের ঘৃনা করে। তাদের মাঝে এখনো এখনো একটা এইডস রোগীও পাওয়া যায় নি। আসুন সবাই তাদের এইডসের মত ঘৃনা করি। সর্বশেষ মুক্ত প্রশ্নোত্তর ডিম্বি লিওনি ডায়াসে দাঁড়ালেন উপস্থিত ছাত্র জনতা হাততালি দিয়ে বরন করে নিলেন তাকে। হঠাৎ অপ্রাসঙ্গিক ভাবে ডিম্বি বললেন আজ আমি একটা প্রশ্নের উত্তরও দিব না বরং আপনারাই একটা প্রশ্নের উত্তর দেন আশেপাশে এত ব্রোথেল থাকলেও আমাদের পরিসংখ্যানবিদ বলেছে কোথাও এই দুই বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রের নাম আমাদের এন্ট্রি খাতায় পাওয়া যায় নি!
চারিদিকে গুঞ্জন শুরু হলো এর মাঝে একটা মিহি স্বর শোনা গেল এরা নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট মিউচুয়ালিটি আছে লিভ টুগেদার আছে কনডমের ফ্রী সাপ্লাই তো আছেই তো এদের ব্রোথেলের কি দরকার?
বিষয়: বিবিধ
১৫১৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টুডে ব্লগ কি শেষ পর্যন্ত সেমি-পর্নসাইটে রুপান্তর হতে যাচ্ছে!!!?
ছবিটা সরিয়ে ফেলার জন্য ধন্যবাদ।
আপনার মত দূরদর্শী লোকের বড়ই অভাব আমাদের দেশে ।
Keep it up , Bro.
একটি কপিপেষ্ট মন্তব্য।
মন্তব্য করতে লগইন করুন