নষ্ট প্রেম!

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২৩ এপ্রিল, ২০১৪, ০২:১০:২৪ দুপুর

তোমার দেহে রক্তের ছোপ

কামুকের অজস্র শৃংগার চিহ্ন

কামুক এক ধুর্ত শিয়াল

তুমিও নও কিছু ভিন্ন।

কামুকের চোখে তীব্র যৌনতা

তোমার চোখ নীরব স্বাক্ষী

উচ্ছল দংশনে রক্তাক্ত বুকের পিন্ড

চুপ! খদ্দের একজনই মা লক্ষ্মী!

উত্তাপে তোমার গলে চর্বি

কামার্ত শুয়োর বানায় মোমবাতি

ক্যান্ডেল নাইট ডিনার করে

তোমার পাঁজরেই কুত্তার আরতি!

নতুন কুত্তার আগমনী গান

ভয়ে কেঁপে উঠ তুমি

দেহপসারিণী

কামার্ত প্রেমিকের পিছুটান।

সবাইকে দাওনি দেহ। মানি

হয়ত এক কুত্তারই ভোগ্য

প্রেমিক ছিল ? হাসালে বড়

দেহপসারিণী ক্ষমার অযোগ্য।

প্লিজ ডাক্তার .....

কুত্তার বাচ্চাটাকে বের করে দিন

ডাস্টবিনে ফেলি

হাসালে খুব। ওইটাই জায়গা এদের

নষ্ট প্রেমের জলকেলি।

নষ্ট প্রেম!

মোবাশ্বের আহমেদ নোমান

২৩.০৪.২০১৪

বিষয়: বিবিধ

১০৪০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212201
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৩
egypt12 লিখেছেন : অথচ এই নষ্ট প্রেমের নামই আজ চেতনা!!!
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪৩
160512
ডাঃ নোমান লিখেছেন : হ্যঁ ভাই চেতনা ব্যবসায়ীতে ভরে গেছে দেশ।
212202
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৩
ফেরারী মন লিখেছেন : জটিল কোবতেরে ভাই। কামুক নয়নে পড়ে ফেললাম। Love Struck Love Struck Love Struck
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪৪
160513
ডাঃ নোমান লিখেছেন : এই নয়নে আবার কারো দিকে তাকায়েন না! প্লিস
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০২
160539
ফেরারী মন লিখেছেন : Love Struck Love Struck Love Struck Surprised Surprised Surprised
212210
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৯
নীল জোছনা লিখেছেন : তোমার দেহে রক্তের ছোপ
কামুকের অজস্র শৃংগার চিহ্ন
কামুক এক ধুর্ত শিয়াল
তুমিও নও কিছু ভিন্ন।

Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
২৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪৫
160514
ডাঃ নোমান লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই। এটাই বাস্তবতা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File