নষ্ট প্রেম!
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২৩ এপ্রিল, ২০১৪, ০২:১০:২৪ দুপুর
তোমার দেহে রক্তের ছোপ
কামুকের অজস্র শৃংগার চিহ্ন
কামুক এক ধুর্ত শিয়াল
তুমিও নও কিছু ভিন্ন।
কামুকের চোখে তীব্র যৌনতা
তোমার চোখ নীরব স্বাক্ষী
উচ্ছল দংশনে রক্তাক্ত বুকের পিন্ড
চুপ! খদ্দের একজনই মা লক্ষ্মী!
উত্তাপে তোমার গলে চর্বি
কামার্ত শুয়োর বানায় মোমবাতি
ক্যান্ডেল নাইট ডিনার করে
তোমার পাঁজরেই কুত্তার আরতি!
নতুন কুত্তার আগমনী গান
ভয়ে কেঁপে উঠ তুমি
দেহপসারিণী
কামার্ত প্রেমিকের পিছুটান।
সবাইকে দাওনি দেহ। মানি
হয়ত এক কুত্তারই ভোগ্য
প্রেমিক ছিল ? হাসালে বড়
দেহপসারিণী ক্ষমার অযোগ্য।
প্লিজ ডাক্তার .....
কুত্তার বাচ্চাটাকে বের করে দিন
ডাস্টবিনে ফেলি
হাসালে খুব। ওইটাই জায়গা এদের
নষ্ট প্রেমের জলকেলি।
নষ্ট প্রেম!
মোবাশ্বের আহমেদ নোমান
২৩.০৪.২০১৪
বিষয়: বিবিধ
১০৪০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কামুকের অজস্র শৃংগার চিহ্ন
কামুক এক ধুর্ত শিয়াল
তুমিও নও কিছু ভিন্ন।
মন্তব্য করতে লগইন করুন