ছাগলের তিন নম্বর বাচ্চা ডাক্তারদের কথা বলছি
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১৬ এপ্রিল, ২০১৪, ০৩:৩৩:৫৪ দুপুর
কবার গোলাম মওলা রনি এক সাংবাদিক কে উত্তম মধ্যম দিলেন আর যায় কৈ? সব সাংবাদিক এক গলায় বকতে শুরু করল (ব্যতিক্রম আছে)। এর ফল কি হলো চলমান সংসদের সদস্য হয়েও তাকে মামা বাড়ি যেতে হলো। আজ দুজন ডাক্তার কে পেটানো হলো ডাক্তাররা বরাবরই যা করে দুই দিন কর্মবিরতি তারপর গায়ের অপমানের দাগ সমেত কোন ফয়সালা ছাড়াই মানবতার টানে কর্মক্ষেত্রে চলে যান। তাই আজ কথায় কথায় ডাক্তারদের গায়ে র কি নিখিল ভারতের গোয়েন্দা সংস্থা
উত্তর হ্যাঁ হলে ঠিকাছে না হলে বাংলাদেশের কিছু বেকারকে গোয়েন্দা সংস্থায় চাকরী দিয়ে কি বেকার সমস্যার সমাধান করা হচ্ছে? তোলা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এর একটা বিহিত হওয়া দরকার। রাস্তার বেশ্যাকে ধর্ষন করার অপরাধে অনেকের ফাঁসি হয়েছে কিন্তু ডাক্তারদের মারার অপরাধে কারো একটা চুলও নড়েনি।
চুল নড়বে কেন? ডাক্তাররা তো টাকার লোভী তারা শুধু টাকা চায়। তো একটু মার খেলই বা। এতে আর কি এসে যায়! জানি কিছু টাকার মেশিন আছে সেটা সব প্রফেশনেই আছে। পুলিশ থেকে শুরু করে ঐ সাংবাদিক পর্যন্ত সব যায়গায়। কিন্তু একটা রোগীর জন্য ডাক্তার যখন নাপিত ঘরে ফেরার পরও তার উপর ক্ষুর কাঁচি চালায় সবাই নিরবিচ্ছিন্ন ঘুমের জন্য মোবাইল সাইলেন্ট করার পরেও ডাঃ রোগীর চিন্তায় মোবাইল অন করে রাখে যে ব্যক্তি হাজারো চিল্লাচিল্লি র পরেও সন্তানকে বাইরে পি করার জন্য নিয়ে যেতে রাজি হয় না সেও রোগীর জন্য মাঝ রাতে দৌড় দেয়। তবুও সে ডাক্তার রোগীর হাতে মাইর খায় আর এ সংবাদ শুনে অনেকে উল্লাসে মাতে আর প্রতিবাদ করলেই অমানবিক। আমরাও মানবতার সংগা জানি। ডাক্তারকে মারধর করা কতটুকু মানবিক তা বিচার করবেন প্লিজ। নয়ত এই অমানবিক ডাক্তার গুলো পেশা ছেড়ে দিলে আপনিও আপনার মাকে বোনকে ভাইকে নিয়ে কাঁদবেন কেউ ফিরেও তাকাবে না। অমানবিকতার সংগাও সেদিন শিখবেন।
কখনো যদি আমাকে প্রশ্ন করা হয় এদেশে ছাগলের তিন নম্বর বাচ্চা কে? আপনারা উত্তর দিবেন হয়ত ইনু সাহেব আমি কিন্তু বলব ডাক্তাররা। কারন তারা এই অমানবিক জাতির মধ্যে বোধ হয় একটু বেশী মানবিক ....
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমগ্র পেশার মানুষদের উপর দোষ
চাপানো বাতুলতা।ডাক্তারদের উপর
ঘটে যাওয়া অমানবিক ঘটনার সুষ্ঠু বিচার
দাবি করছি।
মন্তব্য করতে লগইন করুন