জান্নাতি সব মেহমান
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১৪ আগস্ট, ২০১৩, ০৮:১১:২০ রাত
আল্লাহ তুমি মিশরে প্রিয় মুসলিম ভাইদের হেফাজত কর । আর কত রক্ত ঝড়লে তোমার সাহায্য আসে খোদা আমরা যে আর সইতে পারিনা তোমার জমিনে খোদাদ্রোহীদের অত্যাচার ! একে একে জনপদ বিরান হয়ে যাচ্ছে ভরে যাচ্ছে শহীদে আর জীবিতদের আর্তনাদে । তুমি তোমার কুদরতি মুখ তুলে চাও প্রভু সাহায্য কর তোমার এই অধম বান্দাদের যারা খুবই দুর্বল যারা পরীক্ষা দিতে দিতে ক্লান্ত । আজ তুমি ছাড়া কে আছে তাদের সাহায্য করবে গোটা বিশ্ব তাদের বিপক্ষে এমনকি মুসলিম নামধারী কিছু উইপোকাও ! আল্লাহ দয়া কর আর যারা জান্নাতের পাখি হয়ে উড়ে গেল তাদের জান্নাতের চির মেহমান করে রেখ আল্লাহ । কিছুক্ষন আগেও ইসলামী আন্দোলনের যে মেয়েটি
দ্বীনের কাজে ছুটে চলেছেন রাবেয়া স্কয়ারের তাবুতে তাবুতে হাতে কিছু কোরআন হাদিস ও ইসলামী সাহিত্য নিয়ে। এখন সে নিথর। হযরত আয়েশা ও যয়নব আল গাজালীর মত সংগ্রামী জীবন ও শহিদী তামান্নায় উজ্জীবিত হয়ে সদা হাঁসি মুখে সকল বোনদের যিনি কাছে টেনে নিতেন আজ সেই হাস্যজ্জল চেহারা সেনাদের বুলেটে ক্ষত বিক্ষত। বাবা মঞ্চে লক্ষ মানুষকে বিক্ষভে আন্দলিত করছে অন্যদিকে মেয়েদের ঈমানী চেতনায় উজ্জিবিত করছে মেয়ে। সেই রাজপথের লড়াকু সৈনিক ব্রাদারহুড নেতা বেলতাগীর১৭ বছরের মেয়ে আসমাও আজ শহীদ তোমার কাছে চলে গেছে মাবুদ । গনহত্যা লুকাতে কত নিহত আহত ভাইকে ওরা আগুনে পুড়িয়ে ফেলেছে খোদা তাদের বক্ষকে তুমি হাউজে কাওছারের পানি দিয়ে শীতল করিও । আল্লাহ তুমি শহীদ ভাইদের কবুল কর ।
আসমানে আসমানে আজ ছুটছে খুশীর বান
একে একে আসছে যে জান্নাতি সব মেহমান
মিশর বাংলা বার্মা কাশ্মীর ঈমানী রক্তে লাল
ফিলিস্থিন উইঘুর লেবানন জ্বলছে
ধরবে কে আজ হাল ?
মুসলিম সবে ঢেলে দাও রাজপথে তোমার যত খুন
তোমার শোনিতে নিভুক তবু খোদাদ্রোহীদের আগুন ।
হারাবার কিছু নেই তোমার আজি
বুকে শুধু রেখ স্রষ্টাপ্রেমের অনাবিল টান
আসমানে আসমানে আজ ছুটছে খুশীর বান
একে একে আসছে যে জান্নাতি সব মেহমান ।
বিষয়: বিবিধ
১৭৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন