কবিতাঃ জয়ী
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ০১ জুলাই, ২০১৩, ১০:৩৪:৩০ রাত
সত্যের পথে দৃপ্ত শপথে
যারা এগিয়ে চলে
বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে আবার
মুক্তির কথা বলে ।
শত অত্যাচার হত্যা অনাচার
বুকে তবু ঈমানের বল
শত্রুর ভীড়ে কষ্টের নীড়ে
রয় অটল অবিচল ।
সামনেই পরাজয় মৃত্যু নিশ্চয়
তখনো সে হাসে
পৃথিবীর কাছে হয়ত সে মিছে
জয়ী সে খোদার কাছে
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন