আবার রাজপথে নেমে আয়

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২৩ জুন, ২০১৩, ১১:৩৪:০৬ রাত

আজ অনেক হেঁটেছি মধ্য দুপুরে

পিচ ঢালা তপ্ত রাজপথে

একা একা সঙ্গে কেউ নেই

কেন নেই ?

ঐ রক্তের লাল ছোপ

পড়ে আছে পাশেই

তা আমার বন্ধুর

আমার ভাইয়ের

আমার বাবার

আমার আমার

পাষান বুলেটে

বিধ্বস্ত দেহের

তাহলে নীরব কেন রাজপথ ?

কেন কাঁপছে না মিছিলে

তারুন্যের উদ্ধত স্লোগানে ?

কেন কেন কেন ?

রক্তাক্ত ভাইদের লাশ পাশে রেখে

কারাগারের ভাইদের দিকে তাকিয়ে

ফিরে আয় আবার রাজপথে ।

ওরা বুলেটের ভাষায় কথা বলুক

মোরা রক্তের ঢেউয়ে সম্পর্ক গড়ি

তবু আয় দ্রোহ প্রতিবাদে প্রকম্পিত করি

রাজপথের নীরব চত্ত্বর

এটুকুই মজলুমের কন্ঠস্বর

নীরবে ধ্বংস হবনা

আজ জানিয়ে দেই

ধংশের আগে ফু দেব

ইসরাফিলের বাঁশিতে

মহাপ্রলয়ের স্মৃতি চিহ্ন রেখে

হারিয়ে যাব সরবে !

তবু নীরবে সব না

জালিমের অত্যাচার ।

আয় আবার রাজপথে নেমে আয় .......................

বিষয়: বিবিধ

১৪১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File