ইনুর বক্তব্যের সমর্থনে একটি গল্প
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২০ মে, ২০১৩, ০৬:৩০:০৪ সন্ধ্যা
গ্রামে দুই পরিবারে ঐতিহ্যগত ঝগড়া এবং প্রথম পরিবার মোটামুটি শান্তশিষ্ট হলেও দ্বিতীয় পরিবার খুনে মেজাজের কিছুটা ধৈর্যের সাথে প্রথম পরিবারকে ট্যাকল দিয়ে আসলেও কিছুদিন থেকে প্রথম পরিবারের কর্তাকে হুমকী দিয়ে আসছিল তোমাকে দেখে নিব মেরে ফেলব কেটে ফেলব ইত্যাদি ইত্যাদি ।
একদিন সত্যি সত্যি ঐ কর্তাকে ধরে দুই পা পাতার কাছে কেটে দিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয় দ্বিতীয় পরিবার । ঐ কর্তা হাসপাতাল থেকে ক্রাচে ভর করে আসলে বাড়িতে কান্নার রোল উঠে একজন সাহস করে এসে ঐ পরিবারের প্রধানকে কেঁদেকেটে বলল মশায় আপনার কি একটুও মায়াদয়া নেই লোকটা এখন হাঁটবে কি করে বলেন তো ?
লোকটা একটা শয়তানি মুচকি হেসে বলল তার হাঁটাচলার উপর কোন বাধানিষেধ নাই !
ঠিক আজকে আরেকজন লোকের মুখে এরকম আযাযীলের হাসি দেখলাম যখন তথ্যমন্ত্রী ইনু বলল
আমার দেশ প্রকাশে আইনি কোনো বাধা নেই !
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন