মন্ত্রীর আবিষ্কার !
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২৭ এপ্রিল, ২০১৩, ০৪:১৮:৫০ বিকাল
এক দেশে এক মন্ত্রী ছিল
মখা তাহার নাম
উলটাপালটা কথা বলা
ছিল নিত্য কাম !
সারাদিন লালপানি খেয়ে
চোখ করত লাল
রাতের বেলা সম্মেলনে
মাথা থাকত টাল !
হাজার হাজার শ্রমিক মিলে
গায়ের ঘাম পায়ে ফেলে
নয় তলা ভবন ভাংতে তখন
লাগত কত ক্রেন
মখা তখন ভাবল বসে
খাটাল নিজের ব্রেন
যদি পিলার ধরে দেয়া যায়
জোরে করে ঝাঁকি
তাহলেইতো ভাঙ্গে ভবন
শ্রমে দিয়ে ফাঁকি !
চারিদিকে উঠল রব
মন্ত্রীর নতুন আবিষ্কার
হাত তালিতো দিল সবাই
সঙ্গে জুতা পুরষ্কার !
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন