মুমিনা-মুহসিনা দুঃসাহসী বোনেরা আমার

লিখেছেন লিখেছেন আবরার ২৯ আগস্ট, ২০১৩, ০২:৫২:২৬ দুপুর





পর্দানশীল এই ছাত্রীদের গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ এবং তাদের মুক্তির দাবী জানাই ।

হে পর্দানশীল বোনেরা আমার !

তোমরা সৈনিক আল্লাহর ,

অপরাধ তোমরা ঈমানদার ,

তোমরা মরিয়ম , আছিয়া , খাদিজা রাহবার ,

সালাম , সালাম , প্রস্তুত আল্লাহর দরবার ।

চেয়ে দেখ ---------------

বেহায়াপনার সমুদ্রে নৌকার মাঝি তাসলিমা, মিতাহক , কল্পনা ,

ঐশী ভরপুর ষোল আনা , তাদের ভারে রাষ্ট্র কর্তা ডুবেছে চৌদ্দ আনা ,

কিছুই আর বাকী থাকল না , হয়েছে সব দেওয়ানা , দেশটা যেন আজ গারদখানা ,

চারিদিকে নগ্নতার আড্ডাখানা , নৃত্যের তান্ডবে প্রকম্পিত তাদের শরাবখানা ,

ঘোর আমানিশার ছামিয়ানা বিছিয়ে উম্মাদ গুলি বানিয়েছে পাপের বালাখানা ,

শয়তানও আজ লজ্জিত দেখে তাদের সীমাহীন কান্ডজ্ঞানহীন কারখানা ,

পাপের দরিয়ায় ,বালির পাহাড়ে , কাচের ঘরে ফুর্তি করে যত হায়ানা ,

জাহান্নাম তাদের আসল ঠিকানা ।

হে দুঃসাহসী বোনেরা আমার !

আজ তোমরা শুধু বন্দী নও , বন্দী তোমাদের হিজাব ,

বন্দী ঈমান , মান-সম্মান , জাতি আজ লা-জবাব ,

মুমিম -মুমিনার চির সাথী দুনিয়ার আজাব ,

তাদের ভয় শুধু জাহান্নামের আজাব ,

সবখানে ফেরাউন-নমরুদ-আবুজাহেল-আবু লাহাব ,

জুলুমের হাতিয়ার চালায় বার বার , নেই ভয় কবর আজাব ,

দেহ যাবে মাটির সাথে , প্রাণ যাবে হাওয়ায় মিলে , অমিল হিসাব ,

বেহুদা কষে লাভ কি , নগদ কারবারী বড় ব্যভিচারী স্বভাব ।

তাদের ঠেকাতে আজ দরকার আলীর দুধারি তলোয়ার , ওমরের হুংকার ,

গর্জে উঠবে বখতিয়ারের তলোয়ার , শাহ জালাল , শাহ মাখদুম , তীতুমীরের হাতিয়ার ।

বিফল হয়নি কভু আল্লাহর অঙ্গীকার , জালেমের ষ্টীমরোলার হবে চুরমার ,

গুন্ডা পুলিশের কারবার , সন্ডা-পান্ডার সর্দার , নয় তারা ঈমানদার ।



চেয়ে দেখ আজ মিশরের দিকে !

শাহাদাতের নজরানা পেশ করেছে শত শত মর্দে মুজাহীদ ,

ব্রাদার হুড নেতাদের প্রিয় সন্তানরা হয়েছে শহীদ ,

মোহাম্মদ বাদিইর ছেলে আম্মার বাদিই দিয়েছে চির নীদ ,

মোহাম্মদ আল-বেলতাগীর কণ্যা হাফেজ আসমা বেলতাগী হয়েছে দুনিয়া ত্যাগী

আহম্মদ আব্দুল আজিজের কণ্যা সাংবাদিক হাবিবা হয়নি দুনিয়া ভোগী ,

আবু সায়লার মেয়ে হালাহ জীবন দিয়ে প্রমান করেছে ত্যাগের মহিমা ,

ওরা আজ '' সিরাজুম মুনিরা '' , ওদের জন্যে প্রস্তুত জান্নাতুন নাঈমা ,

ওরা মুত্তাকী , মুহসিনা , আবরার , ওরা কারিমা ,

ওরা সব সুমাইয়া , আছিয়া , দারুস সালামে সব রাহিমা ।

তাদের ত্যাগ দেখে --------

আমরা একদিকে অনুপ্রানিত উৎসাহিত আশাম্বিত ,

অপরদিকে আমরা আজ লজ্জিত , আমরা আজ দুঃখিত ,

আমাদের নেতাদের সন্তানরা নিরাপদে আশ্রিত ,

বিদেশের মাটিতে বাবার জীবন নিয়ে চিন্তিত ,

দেশের মাটিতে শোকাহত ভীত ব্যথিত ,

হয়না তাদের জীবন নিপীড়িত নির্যাতিত ,

নীরবে নীরবে চোকের পানিতে হয় পীড়িত,

রাতের আধারে হয়ত তাহাজ্জুদে সিজদায় কাটান রাত ,

মিছিলের ১ম সাড়িতে জিহাদের ময়দানে নেই মোলাকাত ,

অথচ -------

বুকে - মাথায় বুলেট নিয়ে গরিব মায়ের কোল খালি করে চলে যায় ,

শাহাদাতের তামান্নায় , না ফেরার বিছানায় জান্নাতের ঠিকানায় ,

এই সাধারন ভাইদের বিদায় , আমাদের কাদায় ,

আশার আলো দেখায় ,

প্রেরনা জাগায় ,

কিন্তু--------

আলস ভীতুদের ধীক্কার জানায় ,

মোনাফিক সুবিধাভোগিদের ঘৃনার বাণী শুনায় ,

তাদের হুশিয়ার ধবনিতে প্রকম্পিত আকাশ ,

ভুমন্ডল , তাদের প্রশ্ন কে দিল তোমায় অবকাশ ?

কে দিল তোমায় শীতল আবাস ,

এত দুর্বল কেন তোমার বিশ্বাস ?

ময়দান ছেড়ে বাসগৃহে নিচ্ছ নিঃশ্বাস ,

কি কাজে আসবে নীরবতার হা-হুতাশ ?

'' হে মানুষ !

কোন জিনিষ সেই মহান রবের ব্যাপারে করল বিভ্রান্ত ,

যিনি তোমাকে যথাযথ অবায়বে নিজ ইচ্ছায় করেছেন সংস্থাপিত ,

কাল্লা , আসলে তোমরা মিথ্যা মনে করেছো পুরস্কার-শাস্তি ,

তোমাদের উপর পরিদর্শক হয়েছে নিযুক্তি ,

সবকিছুই আছে তাদের অবগতি ,

নিশ্চিত সত্যপন্থীরা পাবে সুখ-শান্তি ,

আর পাপপন্থীরা ভোগ করবে জাহান্নামের অশান্তি ।'' [সুরা ইনফিতার ]

বিষয়: বিবিধ

১৯৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File