নতুন জঙ্গি সংগঠন BEM !
লিখেছেন লিখেছেন জাতির চাচা ২৯ আগস্ট, ২০১৩, ০৩:০১:১৭ দুপুর
নতুন জঙ্গি সংস্থা বিইএম ।
হলুদ মিডিয়ার দাবি বগুড়ার যে বাড়ি থেকে এদের ও অস্ত্র উদ্ধার করা হয়েছে তার দক্ষিনে শিবিরের মেস । অর্থাত্ এরা দক্ষিনা বাতাস পায় তাই এরা শিবিরের ।
অন্য মিডিয়ার দাবি যে বাড়ি থেকে এরা উদ্ধার হয়েছে সে বাড়ির মালিক আওমী নেতা । অতএব এর দায় দায়িত্ব আওমীলীগের ।
আসলে যেই ব্যাটারা ধরা খাইছে এরা আসলেই জেএমবি মতার্দশের কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে । কারন র্যাব বলছে তারা জিএমবি মতাদর্শের কিন্তু এতো শক্তিশালী অস্ত্র থাকা সত্ত্বেও তারা একটা গুলিও ছুড়ে নি । একটা আস্তানা পুলিশি অভিযান হওয়ার পরও অন্য অস্তানা থেকে অস্ত্রপাতি ট্রান্সফার না করা ,সংগঠন গড়ার আগেই এবং কাচা হাতেই অস্ত্র তুলে দেওয়া সহ আরও অনেক ব্যাপার থেকে আমি নিশ্চিত এরা কোন জঙ্গি নয় ।
তবে এটা হতে পারে , সরকারের সাজানো নাটক । যে একমাত্র আওমীলীগই জঙ্গীদের প্রতিহত করতে পারে । এথেকে একশ্রেনির লোকদের আস্থা অর্জন এবং আমরিকা ব্রিটেনের সহযোগীতা অর্জন সম্ভব হবে ।
এটাই আওমীলীগের চাল ।
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন