লাইট অব দ্য সোসাইটি [ পর্ব- ১ ]
লিখেছেন লিখেছেন আবরার ১৩ জুন, ২০১৩, ০৬:৫৬:৩৯ সন্ধ্যা
গভীর অন্ধকারে একটু চাঁদের হাসি । স্নিগ্ধতায় ভরে দিবে ম্লান মুখ - মলিন মন । ছড়িয়ে দেবে আশার আলো । আমাদের অনৈতিক প্লাবনে ভাসমান সমাজে আশার আলো দেখাবার মানুষ কি নেই ? আছেন । সংখ্যায় খুবই নগ্ন । ভোগের সমাজে ত্যাগের মহিমায় উজ্জ্বল নক্ষত্র না থাকলে সমাজ আরো আগেই ধবংস হয়ে যেতো । গুটি কতেক ভাল মানুষ মানবিকতার জন্যে সম্মানীত হয়ে থাকবেন যুগ যুগ ধরে । আমরা তাদের মুল্যায়ন করি না । করলেও অনেক দেরীতে করি । এমন ভালো মানুষের গল্প শুনুন ঃ
**** ডাঃ আনোয়ার হোসেন । ভোলা সদর হাসপাতালের একজন খ্যাতিমান ডাঃ ছিলেন । তার প্রাইভেট চেম্বারে রোগীর ভীর লেগে থাকত । তিনি যখন বুঝতেন রোগীটি গরীব । তখন তিনি ফি নিতেন না । রোগী দিতে চাইলে সামান্য নিতেন । বিভিন্ন কোম্পানীর দেয়া সেম্পল ঔষধ গরীব রোগিদের দিয়ে দিতেন । গরিব রোগীদের হাসপাতালে যেতে বলতেন । তিনি বলতেন হাসপাতাল সকলের জন্যে । মানুষের সেবার জন্যেই হাসপাতাল তৈরী হয়েছে । সেখানে ডাঃ ফি লাগে না । ঔষধ ফ্রি । গরীব রোগী বলত , আরে স্যার আপনি যে কি বলেন , সেখানে পয়সা ছাড়া কিছুই হয় না । ডাক্তাররা ভালভাবে দেখে না ,ঔষধ দেয় ২/১ পোটলা । তাতে কি হয় ? আর ডাক্তার বলতেন - চাচা আপনি আগামী দিন সকাল ৯ টায় হাসপাতালের ১০ নাম্বার কক্ষ্যে যাবেন । দেখি কে আপনার চিকিৎসা ঠেকায় । রোগী নির্ধারিত সময় গিয়ে ঐকক্ষ্যে এই ডাক্তারকেই দেখতে পেলেন । এই রোগী কত বড় খুশী হলেন তা ভেবে দেখুন তো । প্রাইভেট চেম্বার হতে রোগীকে হাসপাতালে পাঠানো কত বড় সেক্রিফাইজ চিন্তা করে দেখুন ।
এই ডাক্তারের প্রাইভেট ক্লিনিকে আসল তজুমুদ্দিন থানার এক ডে -লেবার রোগী । তার পেটে টিউমার । অপারেশন করতে হবে । খরচ হবে ৮/১০ হাজার ।বুঝতে পারলেন এই রোগীর ৩/৪ হাজার টাকা খরচ করার সামর্থ নেই । তিনি রোগীকে হাসপাতাল ভর্তি হতে বললেন । রোগীর স্বজনরা বিমর্ষ হতাশ । তিনি অভয় দিয়ে হাসপাতাল যেতে বললেন । রোগী হাসপাতালে ভর্তি হল । যে ওয়ার্ডের রোগী সেই ওয়ার্ডের ডাক্তার জানালেন এখানে অপারেশন হবে না । প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই । তাই তাকে উনাদের পছন্দের ক্লিনিকে নেয়ার পরামর্শ দিলেন ।
স্বজনরা ছুটে গেলেন ডাঃ আনোয়ার সাহেবের নিকট । তিনি তাদেরকে শান্তনা দিয়ে পাঠালেন সিভিল সার্জনের নিকট । বিজ্ঞ সিভিল সার্জন তাদের দুরাবস্থা - টেনশন বুঝতে পারলেন । এক ফাকে আনোয়ার সাহেব সিভিল সার্জনকে অনুরোধ করলেন রোগীকে তার ওয়ার্ডে স্থানান্তর করতে । সিভিল সার্জন সেই ব্যবস্থা করে দিলেন ।
রাতে অভিজ্ঞ সার্জন আনোয়ার সাহেব নিজেই অপারেশন করলেন । নিজের পক্ষ হতে এবং হাসপাতাল হতে ঔষধের ব্যবস্থা করলেন । বাইর থেকে কিছু কিনতে হয়েছিল । যে হাসপাতালে যন্ত্রপাতির অভাব দেখিয়ে সামর্থ্যহীন মানুষটিকে ক্লিনিকে পাঠাতে চাইলেন । সেখানেই সফল অপারেশন করে দেখালেন ।রোগী পুর্ণ সুস্থ্য হলেন । সকলেই মহান আল্লাহর শোকরিয়া আদায় করলেন । প্রান খুলে এই ডাক্তারের জন্যে দোয়া করলেন
একই ডাক্তারের আরেক ঘটনা । একজন বৃদ্ধ নও মুসলিম । প্যারালাইসড রোগী । বাড়ি ভোলার চর ভেদুরিয়া । দ্বীনি ভাই মাওলানা সিরাজুল ইসলাম এবং আমি রোগীকে নৌকায় উঠিয়ে নিয়ে আসলাম এই ডাক্তারের ক্লিনিকে । সেই আশির দশকে । আমি হাই স্কুলের শিক্ষক । সিরাজ ভাই কেজি স্কুলের শিক্ষক । ভাবছি ২জনে কিছু দিব । নও মুসলিম তহবিল হতে আমাদের হাজী খুরশিদ আলম কিছু দিবেন ,প্রয়োজনে চাঁদা তুলে এই লোকটির চিকিৎসা চালাবো ।
ডাক্তার রোগী দেখলেন । জানতে চাইলাম রোগীর সিট ভাড়া , ডাক্তার ফি , ঔষধ-পথ্য ইত্যাদিতে আনুমানিক কত খরচ লাগতে পারে ? হাজী সাহেব খরচ বহন করতে চাইলেন । ডাক্তার সাহেব আমাদের সবাইকে থামিয়ে দিলেন । তিনি বললেন -- আপনারা গ্রাম হতে একজন অসহায় নও মুসলিমকে নৌকায় করে নিয়ে এসেছেন । আপনারা দায়িত্ব পালন করলেন । আমার কি কোন দায়িত্ব নেই ? এই রোগীর সকল দায়িত্ব এখন আমার । আপনারা খোজ খবর নিতে আসবেন । আর কোন কাজ আপনাদের নেই । সেবার প্রতিযোগিতায় হেরে গেলাম । আনন্দ অস্রু ধরে রাখা যায়নি । স্বার্থক ডাক্তারের পেশাগত জীবন । স্বার্থক তার মনুষত্ব । অর্থ লোভ তিনি পায়ের নীচে ডাবিয়ে ত্যাগের মহিমার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলেন । আল্লাহ তাকে হায়াতে তাইয়্যেবা দান করুন । এই ডাক্তারের ত্যাগ - দায়িত্ববোধের আরো ঘটনা আছে । আজ এই পর্যন্ত ।
জাতির এই সেবক ভোলার হসপিটালে বেশী দিন থাকতে পারেরন নি । স্থানীয় কিছু ব্যবসায়ী ডাক্তার নামক ডাকাতরা তদবীর করে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল হসপিটালে বদলী করতে স্বক্ষম হয় । তাদের রম রমা ক্লিনিক, ডায়াগনিষ্ট অর্থ ফার্ম সেবার জায়গা দখল করল । দেশের - মানবতার সেবকরা এদের কাছে পরাজিত ? ধরাসায়ী ? সামিয়িক দুনিয়াবী দৃষ্টিকোন হতে তাকালে তাই মনে হবে । আসলে তারা মানুষের ভালবাসায় সিক্ত । আল্লাহর পছন্দের তালিকায় সম্মানীত । তাদের জীবন সফল । এই সমাজ তাদের আলোতে আলোকিত । তাদের সেবায় মুগ্ধ । আল্লাহ তাদের সুস্থ্য রাখুন । হেফাজত করুন ।
বিষয়: বিবিধ
১৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন